ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
Sharenews24

জুলাই সনদ বিতর্কে নাহিদ ইসলামের বিস্ফোরক দাবি

২০২৫ অক্টোবর ১৮ ১৪:১৩:৫৯
জুলাই সনদ বিতর্কে নাহিদ ইসলামের বিস্ফোরক দাবি

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদে স্বাক্ষর না করেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনীতি থেকে ছিটকে যায়নি বলে মন্তব্য করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “গণ-আন্দোলনের মূল চেতনা যারা বিকিয়ে দিয়েছে, তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে।”

শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর বাংলামটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম অভিযোগ করেন,“বিগত ফ্যাসিবাদী কাঠামোর সুবিধাভোগীরা সেই কাঠামো টিকিয়ে রাখতে ষড়যন্ত্রে লিপ্ত। কিছু রাজনৈতিক দল ঐক্যমত্যে পৌঁছে সনদে স্বাক্ষর করেছে, কিন্তু এনসিপি তা করেনি। আমরা স্পষ্ট করে বলতে চাই, এনসিপি সনদে স্বাক্ষর না করেও রাজনীতি থেকে ছিটকে যায়নি। বরং যারা গতকালের অনুষ্ঠানে গেছেন, তারা গণ-অভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছেন।”

তিনি আরও বলেন,“জুলাই সনদের স্বাক্ষর কেবল আনুষ্ঠানিকতা ছিল। এতে জনগণের চাওয়া বা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। এই সনদ যদি আইনি ভিত্তি না পায়, তাহলে তা জনগণের সঙ্গে প্রতারণা হিসেবে বিবেচিত হবে।”

সংসদ ভবনে সংঘর্ষ ও গ্রেপ্তারের বিষয়ে নাহিদ ইসলাম বলেন,“গতকালকের ঘটনার প্রেক্ষিতে আমরা দেখেছি বিক্ষোভে অংশ নেওয়ায় যুবকদের ওপর দমন-পীড়ন চলছে। এভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।”

তিনি দাবি করেন, এনসিপি July Charter-এ স্বাক্ষরকারী দলগুলোর সঙ্গে বিরোধে যেতে চায় না। তবে দাবি জানান,“সনদকে আইনি ভিত্তি দিয়ে তা বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।”

শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষরিত হয়। স্বাক্ষর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বিএনপি, জামায়াতে ইসলামীর মতো শীর্ষ রাজনৈতিক দলের নেতারা।

তবে এনসিপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাসদ, বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ অনুষ্ঠানে অংশ নেয়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে