ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
Sharenews24

পদত্যাগের প্রশ্ন এড়িয়ে গেলেন উপদেষ্টা আসিফ মাহমুদ 

২০২৫ অক্টোবর ১৯ ১০:১০:২৪
পদত্যাগের প্রশ্ন এড়িয়ে গেলেন উপদেষ্টা আসিফ মাহমুদ 

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির উপদেষ্টা আসিফ মাহমুদ সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জুলাই গণঅভ্যুত্থানে তার সহকর্মীদের অংশগ্রহণের কথা উল্লেখ করেন। তিনি বলেন, এই আন্দোলনে দেশের সব রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নিয়েছিল।

হামলার বিষয়ে তিনি ‘অাকাঙ্ক্ষিত ঘটনা’ উল্লেখ করে বলেন, হামলার পেছনের দিকটি খতিয়ে দেখা হচ্ছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে।

শহীদ ও আহত পরিবারের পাশে দাঁড়িয়ে তারা একটি কর্মসূচিতেও অংশগ্রহণ করেছেন বলে জানান আসিফ। তিনি আশা প্রকাশ করেন, সরকারের উচ্চ পর্যায়ের আলোচনার পর বিষয়টি নিয়ে কিছু বিস্তারিত জানানো হবে।

তবে ‘আপনারা প্রতিবাদ করছেন না’—এ ধরনের প্রশ্নের উত্তরে আসিফ মাহমুদ সরাসরি মন্তব্য এড়িয়ে ‘অপ্রাসঙ্গিক’ হিসেবে প্রতিক্রিয়া জানান, যা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ এড়ানোর ইঙ্গিত বহন করে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে