ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
Sharenews24

শেষকৃত্যের অনুষ্ঠানে হঠাৎ উঠে বসলেন জীবিত ব্যক্তি

২০২৫ অক্টোবর ১৮ ১২:১২:৩৩
শেষকৃত্যের অনুষ্ঠানে হঠাৎ উঠে বসলেন জীবিত ব্যক্তি

নিজস্ব প্রতিবেদক: বিহারের গয়া জেলার গুরুয়ার ব্লকের কোঞ্চি গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। সাবেক বিমান বাহিনীর সৈনিক মোহন লাল (৭৪) জীবিত অবস্থাতেই নিজের নকল শেষকৃত্যের আয়োজন করেছেন, যাতে তিনি দেখতে পান মৃত্যুর পর তার জন্য কতজন শোক করবে এবং কতটা ভালোবাসা পাবেন।

মোহন লাল নিজেকে সাজানো বাঁশের খাটে শুয়ে শ্মশানঘাট পর্যন্ত নিয়ে যান। পটভূমিকায় বাজানো হচ্ছিল আবেগপূর্ণ গান। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শত শত গ্রামবাসী এই শোভাযাত্রায় যোগ দেন। শ্মশানে পৌঁছানোর পর মোহন লাল হঠাৎ উঠে বসেন, যা দেখে সবাই বিস্মিত হন। এরপর প্রতীকীভাবে একটি কুশপুত্তলিকা দাহ করা হয় এবং উপস্থিতদের জন্য গণভোজের আয়োজন করা হয়।

মোহন লাল বলেন, “মৃত্যুর পর মানুষ শব বহন করে, কিন্তু আমি নিজে এটা দেখতে চেয়েছিলাম এবং জানতে চেয়েছিলাম মানুষ আমাকে কতটা সম্মান ও স্নেহ করে।”

গ্রামবাসী মোহন লালের এই উদ্যোগ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করছেন। সম্প্রতি তিনি নিজ খরচে গ্রামে একটি সুসজ্জিত শ্মশানঘাট নির্মাণ করেছেন। মোহন লালের স্ত্রী জীবন জ্যোতি ১৪ বছর আগে মারা গিয়েছিলেন। তার দুই ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালে রাজস্থানে এক ব্যক্তি শেষকৃত্যের সময় হঠাৎ জীবিত হয়ে ওঠেন, যদিও পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জুনঝুনুর জেলার সরকারি হাসপাতালে ২৫ বছর বয়সী বধির ও মূক রোহিতাশকে মৃত ঘোষণা করে মরদেহাগারে রাখা হয়েছিল, কিন্তু শেষকৃত্যের আগে তিনি হঠাৎ শ্বাস নিতে শুরু করেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে