ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
Sharenews24

‘জুলাই সনদ’ বদলে দিচ্ছে দেশের রাজনৈতিক খেলা

২০২৫ অক্টোবর ১৮ ১১:৫২:৪৯
‘জুলাই সনদ’ বদলে দিচ্ছে দেশের রাজনৈতিক খেলা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আর রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর ইচ্ছামতো প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া যাবে না—এই বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো।

বহুল আলোচিত ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ অনুযায়ী, এখন থেকে আপিল বিভাগের সবচেয়ে সিনিয়র বিচারপতিকেই প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিতে হবে। অতীতে সরকার পছন্দের লোক বসাতে সিনিয়রদের উপেক্ষা করে জুনিয়রদের প্রধান বিচারপতি নিয়োগের নজির রেখেছিল।

তবে বিএনপি এই প্রস্তাবের বিপক্ষে ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে জানিয়েছে, তারা ক্ষমতায় এলে সিনিয়র দুই বিচারপতির মধ্য থেকে যেকোনো একজনকে নিয়োগ দেওয়ার বিধান রাখতে চায়। সেজন্য তারা সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনবে বলে জানিয়েছে।

ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর

গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং দেশের প্রধান রাজনৈতিক দলের নেতারা এই ঐতিহাসিক দলিলে স্বাক্ষর করেন।এটি ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানে জনগণের ত্যাগ ও রক্তদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে গৃহীত নতুন রাজনৈতিক সমঝোতা ও সংস্কারের দলিল হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রধানমন্ত্রীর মেয়াদেও বড় পরিবর্তন

জুলাই সনদে আরও বলা হয়েছে, একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন। এ লক্ষ্যে সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলো সংশোধন করা হবে।

পঞ্চম ধারা: শহীদদের মর্যাদা ও দায়মুক্তি

সনদের পঞ্চম ধারাতে শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ সংশোধন আনা হয়েছে।

পূর্বে এতে বলা হয়েছিল:“গণঅভ্যুত্থানপূর্ব ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা ও পরিবারকে সহায়তা, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করব।”

সংশোধিত ধারায় এটি আরও বিস্তৃত করে বলা হয়েছে:“গণ-অভ্যুত্থানপূর্ব বাংলাদেশে ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ ও তাদের সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের দ্বারা সংঘটিত হত্যাকাণ্ডের বিচার করা হবে।

শহীদদের দেওয়া হবে রাষ্ট্রীয় মর্যাদা, আহতদের ঘোষণা করা হবে ‘জুলাই বীর যোদ্ধা’ হিসেবে। তাদের মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন ও আইনগত দায়মুক্তি নিশ্চিত করা হবে। একইসঙ্গে শহীদ পরিবার ও আহতদের মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা প্রদান করা হবে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে