ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
Sharenews24

আতিককে দেখতে বাসায় গেলেন নাহিদ ইসলাম

২০২৫ অক্টোবর ১৯ ০৯:৫৭:৫২
আতিককে দেখতে বাসায় গেলেন নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশের গুলিতে ডান হাত হারানো আহত আন্দোলনকারী আতিকুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার রাতে উত্তরা আজমপুরের বাসায় আতিকুলের সঙ্গে দেখা করেন তিনি। তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং ব্যক্তিগতভাবে সহানুভূতি প্রকাশ করেন বলে জানিয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন।

মুরসালীন জানান,“আতিকুল ইসলাম ছিলেন জুলাই মাসের সেই গণ-আন্দোলনের একজন ফ্রন্টলাইনে থাকা সাহসী যোদ্ধা। পুলিশের গুলিতে তার ডান হাত বিচ্ছিন্ন হয়। সম্প্রতি, গত শুক্রবার (১৭ অক্টোবর) সংসদ ভবনের সামনে অনুষ্ঠিত আরেক আন্দোলনে অংশ নিতে গিয়ে আবারও পুলিশের আক্রমণে আহত হন তিনি।”

নাহিদ ইসলামের এই সাক্ষাৎকে অনেকেই "আন্দোলনের প্রতি দলের অঙ্গীকারের নিদর্শন" হিসেবে দেখছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে