ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
Sharenews24

শত শত বাংলাদেশির সর্বনাশ করা জ্যোতির পরিচয় 

২০২৫ অক্টোবর ১৮ ১৪:২৮:৫১
শত শত বাংলাদেশির সর্বনাশ করা জ্যোতির পরিচয় 

নিজস্ব প্রতিবেদক: ‘গুরুমাতা’ নামে পরিচিত এক নারী মানব পাচারকারী, যিনি মূলত একজন রূপান্তরকামী ও প্রতারক, অবশেষে মুম্বাই পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয়েছেন। তদন্তে উঠে এসেছে, তার প্রকৃত নাম বাবু আয়ান খান, তবে দীর্ঘদিন ধরে তিনি ‘জ্যোতি’ ছদ্মনামে একটি বিশাল অপরাধ জগৎ পরিচালনা করে আসছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস–এর এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

জ্যোতি উন্নত জীবনের প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশ থেকে অন্তত ২০০ জন নারীকে ভারতে পাচার করেন। জানা গেছে, প্রথমে অবৈধভাবে সীমান্ত পার করিয়ে কলকাতায় নিয়ে যাওয়া হতো। সেখানেই তৈরি হতো জাল জন্মসনদ ও শিক্ষা সনদ। এরপর পাচারকারীরা এসব নারীকে মুম্বাইয়ে নিয়ে যেতেন, যেখানে পতিতাবৃত্তিতে বাধ্য করা হতো।

এই অপরাধচক্র মানুষের দারিদ্র্য, নিরাপত্তাহীনতা ও পরিচয়ের অভাবকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। পাচার হওয়া নারীদের একটি ছোট ঘরে গাদাগাদি করে রাখা হতো, যেখানে ৩-৪ জন একসঙ্গে থাকতেন। প্রতি মাসে ৫-১০ হাজার রুপি ভাড়া দিতে বাধ্য করা হতো, যা পাচারকারী চক্রই সংগ্রহ করত।

জ্যোতির অপরাধ শুধু মানব পাচারে সীমাবদ্ধ ছিল না। মহারাষ্ট্র হাউজিং অ্যান্ড এরিয়া ডেভেলপমেন্ট অথরিটি (MHADA)-এর প্রায় ২০০টি সরকারি ফ্ল্যাট জবরদখল করে সেগুলো ভাড়া দিয়ে লক্ষ লক্ষ রুপি আয় করতেন তিনি। এসব ফ্ল্যাটে ভুয়া পরিচয়ে বাসিন্দাদের রাখার অভিযোগও রয়েছে।

জ্যোতি নিজেকে ‘গুরুমাতা’—এক আধ্যাত্মিক নারী হিসেবে পরিচিত করিয়েছেন। এই পরিচয়ে তিনি গড়ে তুলেছিলেন ৩০০-র বেশি অনুগামীর একটি বলিউড-ভিত্তিক নেটওয়ার্ক। তার প্রভাবশালী অবস্থান ব্যবহার করে তিনি অপরাধচক্রকে ঢাল হিসেবে রক্ষা করতেন।

মুম্বাই পুলিশ জানায়, বহুদিন ধরেই জ্যোতির বিরুদ্ধে নজরদারি চলছিল। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ধারণা, তিনি একজন বাংলাদেশি নাগরিক, যিনি অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করে বছরের পর বছর আত্মগোপনে ছিলেন।

পুলিশ বলছে, এই চক্রের সঙ্গে ভারতের অন্যান্য রাজ্য এবং বাংলাদেশের বেশ কয়েকটি জেলার স্থানীয় দালাল ও চক্র সদস্য জড়িত রয়েছে। জ্যোতির মোবাইল, ব্যাংক হিসাব ও অনুগামীদের সঙ্গে যোগাযোগ খতিয়ে দেখা হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে