ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
Sharenews24

শিক্ষকদের চলা আন্দোলনকে ঘিরে বিএনপির বিবৃতি

২০২৫ অক্টোবর ১৮ ১৪:২১:১৯
শিক্ষকদের চলা আন্দোলনকে ঘিরে বিএনপির বিবৃতি

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে চলমান শিক্ষকদের আন্দোলনকে নীতিগত সমর্থন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একই সঙ্গে, দলটি প্রতিশ্রুতি দিয়েছে যে তারা ক্ষমতায় এলে রাষ্ট্রীয় আর্থিক সক্ষমতা অনুযায়ী পর্যায়ক্রমে সকল শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করবে।

শনিবার (১৮ অক্টোবর) বিএনপির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুর ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটির এই অবস্থান তুলে ধরা হয়।

বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন:“একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত। শিক্ষকদের জন্য আমাদের অঙ্গীকার হলো—মুক্তিযুদ্ধের চেতনায় চাকরির নিরাপত্তা,সর্বোচ্চ সামাজিক মর্যাদাএবং তাদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করা।”

বিবৃতিতে আরও বলা হয়, জাতির উন্নয়নের পূর্বশর্ত হলো শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষকদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। এসব না হলে জাতির কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করা হয়।

বিএনপি জানায়, “জনগণের ভোটে যদি দলটি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তবে রাষ্ট্রের আর্থিক সামর্থ্যের আলোকে শিক্ষকদের

✔️ আর্থিক নিরাপত্তা বৃদ্ধি,

✔️ চাকরির স্থায়ীকরণ,

✔️ এবং সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে