ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
Sharenews24

সনদে জরুরি পরিবর্তনের ঘোষণা দিলেন আলী রীয়াজ

২০২৫ অক্টোবর ১৭ ১৪:২৪:২৪
সনদে জরুরি পরিবর্তনের ঘোষণা দিলেন আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ এক গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে বলেন, "জুলাই যোদ্ধাদের দাবির প্রেক্ষিতে সনদের পঞ্চম দফায় জরুরি সংশোধন আনা হচ্ছে।" এই সংশোধন চূড়ান্ত সনদে অন্তর্ভুক্ত হবে, যেখানে থাকবে স্বীকৃতি, মর্যাদা ও সুরক্ষার নিশ্চয়তা।

আলী রীয়াজ বলেন, “এই বিষয়ে কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো মতভেদ নেই।”

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় "জুলাই সনদ" স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

আন্দোলনরত জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেন:"আপনাদের সঙ্গে এভাবে দেখা করতে হচ্ছে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।"

তিনি আরও জানান: কমিশনের কার্যকাল ৩১ অক্টোবর পর্যন্ত থাকবে, আজকের দিনই শেষ নয়, সরকার কী করে তা পর্যবেক্ষণ করা হবে, বিকেলে সনদ স্বাক্ষরের সময় নির্ধারিত রয়েছে তাই তিনি উপস্থিত যোদ্ধাদের চলে যাওয়ার অনুরোধ জানান

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে