ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
Sharenews24

বিএনপির সঙ্গে নয় তবে বড় মঞ্চে আসছে নতুন ৯ দল

২০২৫ অক্টোবর ১৭ ১১:৩৭:৫২
বিএনপির সঙ্গে নয় তবে বড় মঞ্চে আসছে নতুন ৯ দল

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির সঙ্গে জোটের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তবে, এবি পার্টি একটি পৃথক মধ্যবর্তী জোট গঠনের প্রক্রিয়ায় রয়েছে বলে তিনি জানিয়েছেন।

সূত্র জানায়, গণতন্ত্র মঞ্চের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), এবি পার্টি এবং গণঅধিকার পরিষদ একাধিক অনানুষ্ঠানিক আলোচনায় অংশ নিচ্ছে। এ নিয়ে একটি বৃহত্তর রাজনৈতিক সমঝোতা বা নির্বাচনী জোট গঠনের সম্ভাবনা রয়েছে।

মজিবুর রহমান মঞ্জু জানান, এই মধ্যবর্তী জোটে গণতন্ত্র মঞ্চভুক্ত ছয়টি দল রয়েছে — নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ভাসানী জনশক্তি পার্টি এবং জেএসডি। আর বাকী তিনটি দল হলো এবি পার্টি, এনসিপি ও গণঅধিকার পরিষদ। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গঠিত গণতন্ত্র মঞ্চ ইতোমধ্যে নির্বাচনে একসঙ্গে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং প্রাথমিকভাবে তিনশ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করেছে।

এদিকে, এবি পার্টি ১০৯ আসনে প্রার্থী ঘোষণা করেছে। গত ১৬ অক্টোবর পল্টনের ফারইস্ট লাইফ ইনস্যুরেন্স মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই প্রার্থীদের নাম প্রকাশ করেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আবদুল ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক, লে. কর্নেল (অব.) দিদারুল আলম ও লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে