ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
Sharenews24

এইচএসসি ও সমমানের ফলাফল নিয়ে যা বলছেন শিক্ষা উপদেষ্টা

২০২৫ অক্টোবর ১৬ ১৫:৩৮:১১
এইচএসসি ও সমমানের ফলাফল নিয়ে যা বলছেন শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বিপর্যয়কর পতন দেখা গেছে। গড় পাসের হার নেমে এসেছে ৫৮.৮৩ শতাংশে, যা গত বছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ কম। উল্লেখযোগ্যভাবে কমেছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও।

বৃহস্পতিবার সকালে ফল প্রকাশ উপলক্ষে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) এ ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

উপদেষ্টা জানান,“এইচএসসির ফলাফল অস্বস্তিকর হলেও এটি বাস্তবভিত্তিক। ফলাফল বিশ্লেষণে আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের নিয়ে একটি ডাটাভিত্তিক পর্যালোচনা আয়োজন করা হবে।”

তিনি বলেন, কেবল পাসের হার ও জিপিএ-৫ দিয়ে শিক্ষা মূল্যায়নের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে বাস্তব দক্ষতা ও শেখার মান নিশ্চিত করতে হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে