ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
Sharenews24

এইচএসসি ফল : ৩ বিষয়ে ‍সবচেয়ে বেশি ফেল

২০২৫ অক্টোবর ১৬ ১৫:৩০:২৮
এইচএসসি ফল : ৩ বিষয়ে ‍সবচেয়ে বেশি ফেল

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গড় পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৫৮.৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় ১৮.৯৫ শতাংশ কম।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফল একযোগে প্রকাশ করা হয়। ফল ঘোষণা করেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির।

পরীক্ষার্থীদের পরিসংখ্যান:

মোট পরীক্ষার্থী: ১২,৩৫,৬৬১ জন

মোট পাস: ৭,২৬,৯৬০ জন

ছাত্রী: ৩,৯৩,০৯৬ জন

ছাত্র: ৩,৩৩,৮৬৪ জন

ছাত্রীদের পাসের হার: ৬২.৯৭%

ছাত্রদের পাসের হার: ৫৪.৬০%

জিপিএ-৫ প্রাপ্তির পরিসংখ্যান:

মোট জিপিএ ৫: ৬৯,০৯৭ জন

ছাত্রী: ৩৭,০৪৪ জন

ছাত্র: ৩২,০৫৩ জন

বোর্ডভিত্তিক সেরা ও পিছিয়ে:

সর্বোচ্চ পাসের হার: ঢাকা বোর্ড (৬৪.৬২%)

সর্বনিম্ন পাসের হার: কুমিল্লা বোর্ড (৪৮.৮৬%)

সর্বোচ্চ ফেল যেসব বিষয়ে:

হিসাববিজ্ঞান: ফেল করেছেন ৪১.৪৬% শিক্ষার্থী

ইংরেজি: ফেল করেছেন ৩৮.৮% শিক্ষার্থী

আইসিটি: ফেল করেছেন ২৭.২৮% শিক্ষার্থী

এইচএসসিতে পাসের হার ও ফলাফলের মানে এমন বিপর্যয় অনেক শিক্ষার্থী ও অভিভাবকের মনে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ইংরেজি ও হিসাববিজ্ঞানে ফেলের হার আগামী শিক্ষানীতিতে নতুন করে ভাবনার দরজা খুলে দিয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে