ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
Sharenews24

আরও এক দল চাইছে ‘শাপলা’

২০২৫ অক্টোবর ১৩ ১৮:৪০:৩১
আরও এক দল চাইছে ‘শাপলা’

নিজস্ব প্রতিবেদক : জাতীয় প্রতীক ‘শাপলা ফুল’ নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে লবিংয়ে ব্যস্ত একাধিক রাজনৈতিক দল। ইতোমধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’ প্রতীক চেয়ে জোরালো চিঠিপত্র চালাচালি করছে। এবার নতুন করে বাংলাদেশ কংগ্রেস নামের নিবন্ধিত রাজনৈতিক দলও নির্বাচন কমিশনের কাছে একই প্রতীক দাবি করে আবেদন জমা দিয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) নির্বাচন কমিশনে কংগ্রেস দলের পক্ষ থেকে মহাসচিব মো. ইয়ারুল ইসলাম স্বাক্ষরিত একটি আবেদনপত্র জমা দেওয়া হয়। দলটির দপ্তর সম্পাদক তুষার রহমান সশরীরে ইসি ভবনে উপস্থিত হয়ে আবেদনটি দাখিল করেন।

কংগ্রেস দলের দাবি, ২০১৩ সালে দলটির প্রতিষ্ঠার পর থেকেই ‘শাপলা’ তাদের রাজনৈতিক পরিচয়ের প্রতীক হিসেবে ব্যবহার হয়ে আসছে। দলীয় প্রচারপত্র, ব্যানার, পোস্টার এবং লোগোতেও শাপলা ব্যবহৃত হয়ে আসছে।

তবে, ২০১৭ সালে দলটি যখন নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করে, তখন ইসি জানিয়ে দেয়—শাপলা যেহেতু বাংলাদেশের জাতীয় প্রতীক, তাই এটি রাজনৈতিক প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া যাবে না।

এরপর কংগ্রেস ‘বই’ প্রতীক চেয়ে আবেদন করলেও, গেজেটে তা যুক্ত না থাকায় শেষপর্যন্ত তাদের ‘ডাব’ প্রতীক মেনে নিতে হয়।

দলটির দাবি, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তারা নিবন্ধন পেলেও প্রতীক নির্বাচনে সীমাবদ্ধতা তৈরি করে কমিশন। এখন তারা আবারও অনুরোধ করছে যেন তাদেরকে ‘শাপলা’ প্রতীক ফিরিয়ে দেওয়া হয়, কারণ এটি কেবল একটি ফুল নয়, বরং তাদের দলের “আইডেন্টিটি ও আদর্শের প্রতীক”।

এই একই ‘শাপলা’ প্রতীক নিয়ে ইতোমধ্যে জাতীয় নাগরিক পার্টি (NCP) নির্বাচন কমিশনের সঙ্গে দফায় দফায় চিঠি চালাচালি করছে। তবে কমিশনের অবস্থান এখনও কঠোর—জাতীয় প্রতীককে দলীয় প্রতীকে পরিণত করা যাবে না বলে জানিয়েছে ইসি।

একাধিক দল যখন একই প্রতীক চায়, তাও আবার জাতীয় প্রতীক—তাতে কমিশনের পক্ষেও সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ছে। কমিশনের একাধিক সূত্র বলছে,“জাতীয় প্রতীক সংবিধান ও রাষ্ট্রীয় মর্যাদার বিষয়। তাই তা রাজনৈতিক প্রতীক হিসেবে বরাদ্দ দিলে রাষ্ট্রের প্রতীক নিয়ে দ্বন্দ্ব তৈরি হতে পারে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে