ঢাকা, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
Sharenews24

প্রতিদিন গোসল করেও পরিষ্কার থাকে না শরীরের এই জায়গাটি

২০২৫ অক্টোবর ১১ ১০:৫৩:৪০
প্রতিদিন গোসল করেও পরিষ্কার থাকে না শরীরের এই জায়গাটি

নিজস্ব প্রতিবেদক : পরিচ্ছন্নতা নিয়ে আমরা কতই না সচেতন! প্রতিদিন নিয়ম করে ব্যবহার করি সাবান, শ্যাম্পু, পারফিউম। কিন্তু জানেন কি, শরীরের এমন একটি অংশ রয়েছে, যেটি যতই পরিষ্কার করুন না কেন, তবুও সেখানে বাসা বাঁধে কোটি কোটি ব্যাকটেরিয়া?

বিশেষজ্ঞদের মতে, সেটিই শরীরের সবচেয়ে নোংরা ও দুর্গন্ধযুক্ত অংশ।চলুন জেনে নেওয়া যাক শরীরের সেই ‘গোপন’ জায়গাটি কী— সবচেয়ে নোংরা সেই অংশ: নাভি!

বিজ্ঞান বলছে, নাভি আসলে জন্মের সময় তৈরি হওয়া একটি ক্ষত, যা মা ও শিশুর সংযোগ বিচ্ছেদের স্মারক। বেশিরভাগ মানুষের নাভি ভেতরের দিকে কুণ্ডলাকৃতির, আর এই গহ্বরই হয়ে ওঠে ব্যাকটেরিয়ার নিরাপদ আশ্রয়স্থল।

২০১২ সালে PLOS One নামক একটি প্রখ্যাত জার্নালে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, মানুষের নাভিতে থাকতে পারে প্রায় ২,৩৬৮ প্রকারের ব্যাকটেরিয়া, যার মধ্যে ১,৪৫৮টি ব্যাকটেরিয়ার প্রজাতিই বিজ্ঞানীদের কাছে নতুন ছিল!

টরেন্টোর ডিএলকে কসমেটিক ডার্মাটোলজি অ্যান্ড লেজার ক্লিনিক–এর ত্বক বিশেষজ্ঞদের মতে,"নাভি হল ব্যাকটেরিয়ার আদর্শ প্রজননক্ষেত্র।"

বিশেষ করে—অতিরিক্ত ওজনের ব্যক্তি,টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত রোগী যাদের নাভিতে পিয়ার্সিং আছে এদের ক্ষেত্রে নাভিতে ব্যাকটেরিয়ার আক্রমণ বেশি দেখা যায়।

কোন লক্ষণগুলো হলে সাবধান হবেন?

নাভিতে—চুলকানি,লালচে ভাব,ব্যথা,দুর্গন্ধ এই উপসর্গগুলোর কোনটি থাকলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

নাভি পরিষ্কার রাখার জন্য প্রতি সপ্তাহে হালকা সাবান ও পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর



রে