ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
Sharenews24

ইলিয়াস কাঞ্চনের ব্রেন সার্জারি করল তিনটি রোবট

২০২৫ অক্টোবর ১০ ১৮:৩৬:৪৮
ইলিয়াস কাঞ্চনের ব্রেন সার্জারি করল তিনটি রোবট

নিজস্ব প্রতিবেদক : আশির দশকের জনপ্রিয় অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের ব্রেন টিউমারের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। লন্ডনের উইলিংটন হাসপাতালে এই জটিল সার্জারি সম্পন্ন হয় আধুনিক রোবটিক সার্জারি প্রযুক্তিতে, যেখানে ব্যবহৃত হয়েছে তিনটি রোবট।

চিকিৎসক অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে গত ৫ আগস্ট এই অস্ত্রোপচার হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, এটি ছিল অত্যন্ত ব্যয়বহুল এবং জটিল এক চিকিৎসা পদ্ধতি। তবে মানব চিকিৎসকদের পাশাপাশি রোবট ব্যবহারের ফলে ভুলের ঝুঁকি অনেক কমে যায় এবং রোগী দ্রুত সেরে ওঠেন।

বর্তমানে ইলিয়াস কাঞ্চন লন্ডনে তার মেয়ের জামাই আরিফুল ইসলামের বাসায় অবস্থান করছেন। তিনি জানান, “আব্বুর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। প্রতি সপ্তাহে পাঁচ দিন রেডিওথেরাপি নিতে হচ্ছে, যা টার্গেট থেরাপি নামে পরিচিত। একইসাথে চলছে ওরাল কেমোথেরাপিও।”

তার চিকিৎসা চলবে নভেম্বর পর্যন্ত। চিকিৎসকরা জানিয়েছেন, রেডিওথেরাপি শেষ হওয়ার এক মাস পর তার সুস্থতা কতটা হচ্ছে তা বোঝা যাবে।

আরিফুল ইসলাম আরও জানান, “তিনি খুব কম কথা বলেন। ওয়ার্ড ডেলিভারিতে কষ্ট হয়, তাই প্রয়োজন না হলে কথা বলেন না। সার্জারির আগেই কথা বলা প্রায় বন্ধ করে দিয়েছিলেন।”

পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে—প্রিয় অভিনেতার দ্রুত সুস্থতা কামনায়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে