ঢাকা, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
Sharenews24

আরও বিয়ে করা নিয়ে বললেন ত্বহা মোহাম্মদ আদনান

২০২৫ অক্টোবর ০৯ ১৯:১৪:৩৭
আরও বিয়ে করা নিয়ে বললেন ত্বহা মোহাম্মদ আদনান

নিজস্ব প্রতিবেদক : ইসলামিক বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান এবং তার স্ত্রী সাবিহা কুন্নাহারের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এই বিতর্কের বিষয়ে আবু ত্ব-হা মোহাম্মদ আদনান নিজের ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে ব্যাখ্যা দিয়েছেন।

তিনি তার পোস্টে একাধিক বিয়ে করার ইচ্ছা, পারিবারিক সম্পর্ক এবং স্ত্রীকে কেন্দ্র করে চলমান বিতর্কের বিষয়ে খোলামেলা কথা বলেছেন। আদনান লিখেছেন যে, গত চার বছরের সংসার জীবনে তিনি অনেক কষ্ট পেয়েছেন এবং ভুল বোঝাবুঝি হয়েছে। কখনো একে অপরকে ছেড়ে দিতে চেয়েছেন, এমনকি আরও বিয়ে করার কথাও ভেবেছেন।

তিনি পরিষ্কার করেছেন যে, তার কোনো কিছুই হারাম ছিল না। যদি তিনি সম্পর্ক করতে চাইতেন, তাহলে হালাল পথেই করতেন। তার জীবনে কোনো নারী এসে থাকলে, তা সুন্নত অনুযায়ী বিয়ের মাধ্যমেই এসেছে, প্রেমের মাধ্যমে নয়।

স্ত্রী সাবিহা কুন্নাহারের করা ফেসবুক পোস্ট নিয়ে ত্ব-হা বলেন, সে ভুল করেছে, কিন্তু ভুল বুঝেছে বলেই অনুতপ্ত হয়েছে। তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন। তিনি জনসাধারণকে অনুরোধ করেন যেন কেউ তার স্ত্রীকে কটূ কথা না বলে।

নিজের অতীত জীবনের প্রসঙ্গ টেনে ত্ব-হা আরও লেখেন, দ্বীনে ফেরার আগে তিনিও জাহেলিয়াতে (ইসলাম পূর্ব অজ্ঞতার যুগ) ছিলেন এবং সংগীত, খেলাধুলা, ব্যান্ডে যুক্ত ছিলেন। কিন্তু এখন তার একমাত্র লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি। তিনি তার প্রতি করা সমালোচনাগুলোকেও গুনাহ মাফের পরীক্ষা হিসেবে উল্লেখ করেছেন এবং শেষে আল্লাহর কাছে পরিবারের শান্তি ও ইসলাহ কামনা করেছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে