ঢাকা, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
Sharenews24

আমিরাতের ২৫ প্রবাসীদের নিয়ে সরকারের আপডেট

২০২৫ অক্টোবর ০৯ ১৮:৫০:৪৯
আমিরাতের ২৫ প্রবাসীদের নিয়ে সরকারের আপডেট

নিজস্ব প্রতিবেদক : ছাত্র-জনতার গণ-আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হওয়া ২৫ বাংলাদেশিকে দ্রুত দেশে ফিরিয়ে আনার আশাবাদ জানিয়েছে সরকার। এর আগে ১৮৮ জন আটক বাংলাদেশি মুক্ত হয়ে দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাকি বন্দিদের মুক্তির জন্য কূটনৈতিক ও আইনি প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. শেফায়েত হোসেন বলেন:“আটক ব্যক্তিদের মুক্তির জন্য কূটনৈতিক ও আইনি পদক্ষেপ চলছে। বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। আমরা আশাবাদী, খুব শিগগিরই তারা দেশে ফিরতে পারবেন।”

এখন পর্যন্ত কী কী হয়েছে?

২২ এপ্রিল ২০২৫: বাংলাদেশ দূতাবাস বন্দিদের মুক্তিতে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে

মে ২০২৫: বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় অংশ নেন

১ জুলাই: বন্দিদের বিষয়ে নতুন নোট ভারবাল পাঠানো হয় আমিরাত সরকারকে

৮ জুলাই: আমিরাতে হামদান আল কাবি ল ফার্ম নামে একটি আইন সংস্থাকে নিযুক্ত করা হয় আইনি সহায়তায়

রাষ্ট্রদূত তারেক আহমেদ বৈঠকে বলেন,“অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উদ্যোগে ১৮৮ জন বাংলাদেশিকে আগেই মুক্ত করা গেছে। বর্তমান ২৫ জনের ক্ষেত্রেও একইভাবে সহযোগিতা আশা করছি।”

সরকারি সূত্র বলছে, আমিরাত সরকারের অনুমতি, আদালতের অনুমোদন এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় কিছু বিলম্ব হচ্ছে। তবে সব ধরনের প্রয়াস চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে