ঢাকা, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
Sharenews24

রাষ্ট্র মেরামতের রূপরেখা প্রচারে মাঠে বিএনপি নেতা ড্যানী

২০২৫ অক্টোবর ০৯ ১৯:৩৯:৪০
রাষ্ট্র মেরামতের রূপরেখা প্রচারে মাঠে বিএনপি নেতা ড্যানী

নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনা পৌর শহরে লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের প্রধান সড়ক, বাজার ও জনবহুল এলাকায় তিনি লিফলেট বিতরণ করেন। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা তার সঙ্গে অংশ নেন।

লিফলেট বিতরণের সময় আব্দুল বারী ড্যানী বলেন, “জনগণের অধিকার পুনরুদ্ধার এবং রাষ্ট্র কাঠামো মেরামতের এই ৩১ দফা কর্মসূচি আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের নীলনকশা। এ রূপরেখা বাস্তবায়িত হলে জনগণই হবে রাষ্ট্রের মালিক, আর বাংলাদেশ হবে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র।”

তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক সংকট কাটিয়ে একটি ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গঠনে এই রূপরেখা নতুন আশার প্রতীক। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয়— তাই ঘরে ঘরে বিএনপি’র ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে।

এ সময় ড্যানী নেত্রকোনার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের মতামত শোনেন। তিনি জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন কর্মসূচিটিকে সফল করার জন্য।

স্থানীয় নেতাকর্মীরা জানান, আব্দুল বারী ড্যানীর নেতৃত্বে নেত্রকোনায় বিএনপি’র কর্মসূচিগুলো নতুন উদ্দীপনা তৈরি করছে। তাদের বিশ্বাস, রাষ্ট্র মেরামতের এই রূপরেখা দেশের রাজনীতিতে নতুন দিক নির্দেশনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের পথ তৈরি করবে।

তহা/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে