ঢাকা, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
Sharenews24

যে কারণে গভীর রাতে স্বামীর কবর জিয়ারত করতে যান খালেদা জিয়া

২০২৫ অক্টোবর ০৯ ১৮:৪৭:১৬
যে কারণে গভীর রাতে স্বামীর কবর জিয়ারত করতে যান খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক : গাড়ির ভেতর বসেই মোনাজাতে মগ্ন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া—বুধবার (৮ অক্টোবর) রাত ১১টায় হঠাৎ করেই তিনি যান স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে। প্রায় সাড়ে সাত বছর পর এটিই তার প্রথম সফর জিয়ার কবর প্রাঙ্গণে।

বেগম জিয়ার এই সফর নিয়ে গণমাধ্যমে কথা বলেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন,“এটা একান্ত ব্যক্তিগত ও পারিবারিক কর্মসূচি। বেগম জিয়া তাৎক্ষণিকভাবে এ সিদ্ধান্ত নেন এবং কাউকে জানাতে চাননি। এরপরও যেসব নেতাকর্মী খবর পেয়েছেন, তারা অনেকেই সেখানে উপস্থিত হন।”

ডা. জাহিদ বলেন,“তিনি রাত বেছে নিয়েছেন এই কারণে— যাতে সাধারণ মানুষের ভোগান্তি না হয়। তার উপস্থিতিতে যাতে রাস্তায় চলাচল বা নিরাপত্তাজনিত কারণে কেউ কষ্ট না পান, সে বিবেচনায় গভীর রাতের সময়টা তিনি বেছে নিয়েছেন।”

তিনি জানান,“বেগম জিয়া সেখানে কোরআন তিলাওয়াত করেছেন, দরুদ ও ফাতেহা পাঠ করেছেন এবং আল্লাহর দরবারে দোয়া করেছেন।”

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার আগে সর্বশেষ জিয়ার কবর জিয়ারত করেন খালেদা জিয়া। এরপর এটাই তার প্রথম যাওয়া।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে