ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
Sharenews24

বুধবার সই হবে ঐতিহাসিক ‘জুলাই সনদ’

২০২৫ অক্টোবর ১০ ১১:৩১:৩৭
বুধবার সই হবে ঐতিহাসিক ‘জুলাই সনদ’

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ঐকমত্যের প্রতীক জুলাই জাতীয় সনদ আগামী বুধবার বেলা ৩টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হবে। অনুষ্ঠান পরিচালনা করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূস। এতে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধি অংশ নেবেন।

গতকাল (৯ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের ঐকমত্য কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের মতামত ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে পাঁচ দফা সংলাপের ফলাফল বিশ্লেষণ করা হয়েছে।

কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান ও ড. মো. আইয়ুব মিয়া বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়াও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও অংশ নেন।

ঐকমত্য কমিশন বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে তিন ধাপে সংলাপ করে জুলাই জাতীয় সনদ-২০২৫ তৈরি করেছে। তবে সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে এখনো মতানৈক্য রয়েছে। সম্প্রতি শেষ হওয়া সংলাপেও ভোটের দিনক্ষণ নিয়ে ঐকমত্য হয়নি।

এদিকে নির্বাচন কমিশন সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট করার পক্ষে মত প্রকাশ করেছে। নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানান, একই দিনে নির্বাচন ও গণভোট করায় বড় অর্থ সাশ্রয় হবে এবং তা আইনগতভাবেও কোনো সমস্যা তৈরি করবে না।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সনদ স্বাক্ষর অনুষ্ঠান আড়ম্বরপূর্ণভাবে আয়োজন করার প্রস্তুতি চলছে। বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টিসহ কয়েকটি দল ইতিবাচক সাড়া দিয়েছে। সংলাপে অংশ নেওয়া ৩০টি দল ও জোটকে দুজন করে প্রতিনিধির নাম পাঠাতে বলা হয়েছে, অধিকাংশ দল ইতোমধ্যে নাম পাঠিয়েছে।

আগামী শনিবার ঐকমত্য কমিশন আবার স্বাক্ষর অনুষ্ঠানের বিষয় নিয়ে বৈঠকে বসবে।মনির হায়দার জানান, দলগুলোর সঙ্গে যোগাযোগ চলছে এবং তারা অনুষ্ঠানে অংশগ্রহণে আগ্রহী।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে