ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
Sharenews24

হরমুজ প্রণালির তিন দ্বীপ নিয়ে বড় সংঘাতের ইঙ্গিত

২০২৫ অক্টোবর ০৯ ১৫:৪৩:০১
হরমুজ প্রণালির তিন দ্বীপ নিয়ে বড় সংঘাতের ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক : ইউরোপীয় ইউনিয়ন (EU) এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC)-এর দেওয়া একটি যৌথ বিবৃতিকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইরান। দেশটির মতে, ওই বিবৃতি ‘স্পষ্টভাবে হস্তক্ষেপমূলক’ এবং এটি ইরানের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিষয়ে অনধিকারচর্চা।

এই ঘটনার জেরে তেহরানে নিযুক্ত ইইউভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের তলব করেছে ইরান সরকার। কূটনৈতিক এই পদক্ষেপের মাধ্যমে তেহরান স্পষ্ট বার্তা দিয়েছে যে, তাদের জাতীয় স্বার্থ এবং আঞ্চলিক সার্বভৌমত্ব প্রশ্নে তারা কোনো ছাড় দেবে না।

সম্প্রতি কুয়েতে অনুষ্ঠিত ইইউ-জিসিসি শীর্ষ সম্মেলনে হরমুজ প্রণালির কাছাকাছি অবস্থিত গ্রেটার টম্ব, লেসার টম্ব ও আবু মুসা দ্বীপপুঞ্জ নিয়ে বিতর্কিত মন্তব্য উঠে আসে যৌথ বিবৃতিতে। এই তিনটি দ্বীপ নিয়ে সংযুক্ত আরব আমিরাত এবং ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভাঞ্চি এই বিবৃতির কড়া সমালোচনা করে বলেন,“এই দ্বীপগুলো ইরানের অবিচ্ছেদ্য অংশ। এ বিষয়ে কোনো আপস নেই। ইউরোপীয় ইউনিয়ন ভিত্তিহীনভাবে আমিরাতের দাবিকে সমর্থন করে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে।”

বিবৃতিতে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং পরমাণু কর্মসূচি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। এর জবাবে তাখত-রাভাঞ্চি বলেন,“আমাদের প্রতিরক্ষামূলক সক্ষমতা জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ এবং এটি কোনোভাবেই কারো হস্তক্ষেপের বিষয় নয়।”

তিনি আরও বলেন, ইউরোপীয় দেশগুলো—বিশেষ করে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি—যারা ইরান পরমাণু চুক্তির (JCPOA) অংশীদার, তারাই এই চুক্তিকে অচল করে তুলেছে।

“তাদের ধ্বংসাত্মক আচরণই পরমাণু কূটনীতির অচলাবস্থার মূল কারণ,” —বলেন তিনি।

বিশ্লেষকদের মতে, তেহরানের এই প্রতিক্রিয়া ইঙ্গিত দেয় যে, ইরান নিজেদের আঞ্চলিক ও সামরিক নীতিতে কোনো বিদেশি হস্তক্ষেপ মেনে নেবে না। একই সঙ্গে এটি ইউরোপীয় শক্তিগুলোর জন্য একটি কড়া বার্তা, যারা উপসাগরীয় অঞ্চলের ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে সক্রিয়ভাবে ভূমিকা রাখছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে