ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
Sharenews24

এবার হাসিনাকে সতর্ক করল মোদি সরকার

২০২৫ অক্টোবর ০৯ ১১:২৬:২৫
এবার হাসিনাকে সতর্ক করল মোদি সরকার

নিজস্ব প্রতিবেদক : গণ-আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়ে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বসেই তিনি একের পর এক বাংলাদেশবিষয়ক মন্তব্য করে যাচ্ছেন, যা অনেকের মতে উসকানিমূলক। তবে এবার ভারত এই বিষয়টি নিয়ে কড়া অবস্থান নিচ্ছে বলে দাবি করেছেন বিশিষ্ট সাংবাদিক মোস্তফা ফিরোজ।

তিনি বলেন, ভারত চাইছে না শেখ হাসিনা দিল্লি থেকে বসে বাংলাদেশ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করুন। কারণ, বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারতের বর্তমান সরকার।

সম্প্রতি ইউটিউবে নিজের চ্যানেলে দেয়া বক্তব্যে মোস্তফা ফিরোজ বলেন,“ভারতে শেখ হাসিনার জামাই আদরের দিন বুঝি শেষ হতে চলেছে। তাকে স্পষ্ট জানানো হয়েছে—বাংলাদেশ নিয়ে ভারতের মাটি থেকে আর কোনো কথা বলা যাবে না। তিনি যদি এসব বলতেই থাকেন, তাহলে ভারত-বাংলাদেশ সম্পর্ক আর কখনো স্বাভাবিক থাকবে না।”

মোস্তফা ফিরোজের বক্তব্য অনুযায়ী, ভারত ধারণা করছে ২০২৬ সালের জাতীয় নির্বাচনে বিএনপি অথবা জামায়াত নেতৃত্বাধীন সরকার আসতে পারে। তাই ভারত এখন থেকেই নতুন সরকারের সঙ্গে সম্পর্কোন্নয়নের প্রস্তুতি নিচ্ছে।

তিনি বলেন,“ভারত সরকার এখন এমন একটি অবস্থানে যেতে চাচ্ছে, যেখানে তারা যেই সরকারই আসুক, তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারবে। বিএনপি বা জামায়াত, যেই জিতুক না কেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।”

মূলত, ভারত মনে করছে, বাংলাদেশ সম্পর্কে শেখ হাসিনার লাগাতার বক্তব্য দু’দেশের সম্পর্ককে উত্তপ্ত করতে পারে। বিশেষ করে ভারত যখন পরবর্তী সরকারের সঙ্গে নতুন সম্পর্ক গড়তে চাইছে, তখন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তার মন্তব্যকে ভারতীয় ভূখণ্ড থেকে প্রচার অযাচিত ও অস্বস্তিকর মনে করছে।

তবে সূত্র মতে, শেখ হাসিনা নিজ দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন, তবে গণমাধ্যমে বা প্রকাশ্যে বাংলাদেশ বিষয়ে মতামত দিতে পারবেন না।

উল্লিখিত বক্তব্যগুলো বিশ্লেষক মোস্তফা ফিরোজের ইউটিউব বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। ভারত সরকার থেকে এ বিষয়ে সরাসরি কোনো অফিসিয়াল মন্তব্য পাওয়া যায়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে