ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
Sharenews24

সেনাবাহিনী ও পুলিশের ‘কেক পট্টি’র উচ্ছেদ নিয়ে চরম উত্তেজনা

২০২৫ অক্টোবর ১০ ১১:২৮:১৭
সেনাবাহিনী ও পুলিশের ‘কেক পট্টি’র উচ্ছেদ নিয়ে চরম উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক : ঢাকার আগারগাঁও এলাকায় সরকারি দপ্তর সংলগ্ন সড়কে গড়ে ওঠা ভাসমান কেক ও খাবারের দোকানগুলো উচ্ছেদ করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এসব দোকান সরিয়ে দেওয়া হয়।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠা এই স্থানটি ‘কেক পট্টি’ নামে পরিচিতি পেয়েছিল। বিকেল হতে শুরু করে এখানে বিভিন্ন বয়সের মানুষ ভিড় জমাতেন। তবে কেক খাওয়ার চেয়ে বেশি চোখে পড়ত ভিডিও বা ছবি তোলার প্রস্তুতি—ক্যামেরা, মোবাইল, ট্রাইপড আর আলোয় যেন এক উৎসবমুখর পরিবেশ তৈরি হতো।

তবে প্রশাসনের চোখে এটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশনসহ গুরুত্বপূর্ণ ভবনের প্রবেশপথ প্রায়ই দোকানদারদের জন্য অবরুদ্ধ হয়ে পড়ত। ফলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছিল।

শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক জানান,“যে দোকানগুলো রাস্তার ওপর যান চলাচলে সমস্যা সৃষ্টি করছিল, সেগুলো সরিয়ে দেওয়া হয়েছে। এখানে কে ভাইরাল, আর কে ভাইরাল না, তা আমাদের জানা নেই।”

তিনি আরও বলেন,“জনচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং গুরুত্বপূর্ণ ভবনের সামনে রাস্তা বন্ধ করার কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও নির্বাচন কমিশনের অনুরোধে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।”

স্থানীয়রা জানান, প্রথমদিকে এই জায়গাটি ছিল নিরিবিলি ও শান্তিপূর্ণ। সন্ধ্যায় হাঁটাহাঁটির জন্য ভালো স্থান ছিল। কিন্তু হঠাৎ করেই ফুড ব্লগার ও কনটেন্ট নির্মাতাদের আগমনে পরিবেশ বদলে যায়। কেক বিক্রির পাশাপাশি নানা ধরনের কর্মকাণ্ড শুরু হয়।

উচ্ছেদ অভিযান নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া এসেছে। কেউ বলেন, তরুণ উদ্যোক্তাদের সুযোগ নষ্ট হলো, আবার কেউ মনে করছেন সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে এটি প্রয়োজনীয় সিদ্ধান্ত ছিল।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে