ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
Sharenews24

শহিদুল আলমকে নিয়ে আশার আলো দেখাল তুরস্ক

২০২৫ অক্টোবর ১০ ১১:০৪:১২
শহিদুল আলমকে নিয়ে আশার আলো দেখাল তুরস্ক

নিজস্ব প্রতিবেদক : ইসরায়েলের কারাগারে আটক বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও দৃক গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলমকে মুক্ত করতে তুরস্কের সহায়তায় কূটনৈতিক তৎপরতা চলছে বলে জানিয়েছে আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের দূতাবাস।

তুর্কি কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, আজই (শুক্রবার) একটি বিশেষ বিমানে করে শহিদুল আলমকে আঙ্কারায় আনা হতে পারে। তবে তারা বিষয়টি নিয়ে এখনো সম্পূর্ণ নিশ্চয়তা দিতে পারেনি।

আঙ্কারায় নিযুক্ত রাষ্ট্রদূত আমানুল হক বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। আজ সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়।

রাষ্ট্রদূত বলেন,"ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে শহিদুল আলমের অবৈধ আটকের পরপরই বাংলাদেশ সরকার জরুরি কূটনৈতিক তৎপরতা শুরু করে। জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোকে নির্দেশ দেওয়া হয় সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে।"

তিনি আরও জানান, দূতাবাসগুলো স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছে শহিদুল আলমের মুক্তির বিষয়ে।

শহিদুল আলম ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৌ অবরোধ ভাঙার লক্ষ্যে "ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন" নামের এক শান্তিপূর্ণ নৌবহরের সঙ্গে যাত্রা করছিলেন। ওই বহরে ৯টি নৌযান অংশ নেয়, যার মধ্যে ৮টি ছিল "থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা" নামের একটি আন্তর্জাতিক উদ্যোগের। এতে বিভিন্ন দেশের রাজনীতিক, সাংবাদিক, চিকিৎসক এবং মানবাধিকারকর্মীরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশের হয়ে এই নৌযাত্রায় অংশ নিয়েছিলেন শহিদুল আলম। যাত্রার সময় তার গায়ে ছিল বুকে “আবু সাঈদ” লেখা একটি পোশাক এবং হাতে ছিল বাংলাদেশের লাল-সবুজ পতাকা।

গত বুধবার, গাজার উদ্দেশে রওনা হওয়া ফ্লোটিলা বহরে ইসরায়েলি বাহিনী হামলা চালায় এবং সব নাবিক ও মানবাধিকারকর্মীদের আটক করে কারাগারে নিয়ে যায়।

এরপর থেকে শহিদুল আলমের সঙ্গে পরিবার ও সহকর্মীদের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তার শারীরিক অবস্থা এবং অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

শহিদুল আলমের আটকের ঘটনাকে বাংলাদেশ সরকার "অবৈধ ও অগ্রহণযোগ্য" বলে অভিহিত করেছে। তাকে মুক্ত করতে আন্তর্জাতিক মিত্রদের, বিশেষ করে তুরস্কের সহায়তা চাওয়া হয়েছে।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ও মানবাধিকার সংগঠনগুলো এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এবং মানবিক বিবেচনায় তার মুক্তি দাবি করেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে