ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
Sharenews24

ব্যবসায়ীদের দাবিতে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ব্যাংক!

২০২৫ অক্টোবর ০৯ ১৭:৪৪:৩৮
ব্যবসায়ীদের দাবিতে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ব্যাংক!

নিজস্ব প্রতিবেদক : বর্তমান ১৪ শতাংশের বেশি সুদহারে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন— এমন মন্তব্য করে সুদের হার এক অঙ্কে (single digit) নামিয়ে আনার দাবি জানিয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর নেতারা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর–এর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তারা এ দাবি জানান। বৈঠকে উপস্থিত ছিলেন এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ–সহ ১৪ সদস্যের প্রতিনিধি দল।

বৈঠক শেষে এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর বলেন,“বর্তমানে দেশে সুদের হার ১৪ শতাংশের ওপরে। অথচ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা মুনাফা করে মাত্র ১০–১১ শতাংশ। ফলে তারা ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা করতে পারছেন না। এ অবস্থায় বিশ্ববাজারে প্রতিযোগিতা করা অসম্ভব।”

তিনি আরও বলেন—“রপ্তানি সক্ষমতা ধরে রাখা, বিনিয়োগ বাড়ানো ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে আগামী মুদ্রানীতিতে সুদহার এক অঙ্কে নামিয়ে আনার জন্য অনুরোধ করেছি। গভর্নর আমাদের আশ্বস্ত করেছেন— আগামী মুদ্রানীতিতেই নীতি সুদহার এক অঙ্কে নামিয়ে আনা হবে।”

এ সময় কোভিড, যুদ্ধ, বন্যা ও রাজনৈতিক অস্থিরতার কারণে ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনের জন্য গঠিত কমিটির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর দাবি জানানো হয়।৫০ কোটি টাকার নিচের ঋণ পর্যালোচনার জন্য আলাদা কমিটি গঠনের প্রস্তাবও দেন ব্যবসায়ীরা।

“এ বিষয়ে গভর্নর ইতিবাচক সাড়া দিয়েছেন এবং জানিয়েছেন, এ ধরনের নীতি সহায়তা অব্যাহত থাকবে।”— মো. আলমগীর

রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের সময়মতো ব্যাংকিং সেবা না পাওয়ার অভিযোগ তুলে এ সমস্যার দ্রুত সমাধানে উচ্চ পর্যায়ের বিশেষ কমিটি গঠনের দাবি জানানো হয়।

এফবিসিসিআই, বিজিএমইএসহ সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠনের প্রতিনিধি রাখার প্রস্তাবও দেওয়া হয় এই কমিটিতে।

“গভর্নর আমাদের প্রস্তাব অনুমোদন করেছেন এবং একজন ডেপুটি গভর্নরকে দায়িত্ব দিয়েছেন। এখন থেকে এসব বিষয়ে তাঁর সঙ্গে সরাসরি আলোচনা করতে পারবো।”— এফবিসিসিআই মহাসচিব

বর্তমানে দেশে মুদ্রাস্ফীতির হার দীর্ঘদিন ধরেই দুই অঙ্কে অবস্থান করছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উচ্চ সুদ হার বজায় রেখেছে বাংলাদেশ ব্যাংক। তবে এতে ব্যবসা-বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে বলে মনে করছেন উদ্যোক্তারা।

আগামী মুদ্রানীতিতে বাংলাদেশ ব্যাংক সত্যিই কি সুদহার এক অঙ্কে নামিয়ে আনবে? — সেটা নিয়ে এখন দেশজুড়ে নজর অর্থনীতিবিদদেরও।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে