ঢাকা, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
Sharenews24

১ কোটি ৩০ লাখ টাকার সাথে জনতা ব্যাংকের কর্মকর্তা লাপাত্তা

২০২৫ অক্টোবর ০৬ ১১:৫৭:৩৯
১ কোটি ৩০ লাখ টাকার সাথে জনতা ব্যাংকের কর্মকর্তা লাপাত্তা

নিজস্ব প্রতিবেদক : পাবনার ঈশ্বরদীতে ১ কোটি ৩০ লাখ টাকা নিয়ে জনতা ব্যাংকের পাকশী শাখার ম্যানেজার খালেদ সাইফুল্লাহ নিখোঁজ হয়েছেন। রোববার (৫ অক্টোবর) দুপুরে ব্যাংকের নগদ অর্থ নিয়ে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

ব্যাংকের ঈশ্বরদী করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. মোহছানাতুল জানান, শনিবার (৪ অক্টোবর) ম্যানেজার খালেদ সাইফুল্লাহ ফোনে ১ কোটি ৩০ লাখ টাকার প্রয়োজনের কথা জানান। পরদিন রোববার তিনি প্রথমে দাশুড়িয়া শাখা থেকে ৩০ লাখ এবং পরে করপোরেট শাখা থেকে আরও ১ কোটি টাকা উত্তোলন করেন। টাকা সংগ্রহ শেষে আনসার সদস্য মাহবুব এবং চালক ইসমাইল হোসেনের সঙ্গে প্রাইভেটকারে পাকশী শাখার উদ্দেশ্যে রওনা দেন।

ঘটনাটির পর মাহবুব জানান, ঈশ্বরদী ব্র্যাক ব্যাংকের সামনে পৌঁছালে খালেদ তাকে গাড়ি থেকে নামিয়ে দেন এবং তারপর একাই গাড়ি নিয়ে চলে যান। এরপর থেকে তার ফোন বন্ধ এবং কোনো খোঁজ মেলেনি।

পাকশী শাখার কর্মকর্তারা জানান, খালেদ সাইফুল্লাহ শাখায় পৌঁছাননি। তার সঙ্গে থাকা মোটা অঙ্কের নগদ টাকাও নিখোঁজ।

ম্যানেজারের স্ত্রী দিলরুবা বেগম বলেন, "ব্যাংক থেকে ফোন পেয়ে আমি খবরটি জানতে পারি। তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তিনি স্বেচ্ছায় গেছেন না কি অপহৃত হয়েছেন, আমরা কিছু জানি না।"

ঈশ্বরদী থানার ওসি আব্দুন নূর বলেন, “ঘটনার বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ জিডি করেছে। আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নিচ্ছি।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে