ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
Sharenews24

সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন

২০২৫ অক্টোবর ০৯ ১১:৪৩:১৪
সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৯ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় লেনদেনে ধীরগতি দেখা গেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩৩ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ০ দশমিক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৩৭ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ২২ পয়েন্ট কমে যথাক্রমে ১১৪৭ ও ২০৪৯ পয়েন্টে অবস্থান করেছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৯১ কোটি ৯৯ লাখ ০৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮১টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৮২ কোম্পানির শেয়ারদর।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে