ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
Sharenews24

সড়ক ও সেতু উপদেষ্টার রোজনামচায় ধরা পড়লো চমকপ্রদ সত্য

২০২৫ অক্টোবর ০৯ ১১:৩২:২২
সড়ক ও সেতু উপদেষ্টার রোজনামচায় ধরা পড়লো চমকপ্রদ সত্য

নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, "বাহাত্তর বছর বয়সে আমাকে যদি সেফ এক্সিটের কথা ভাবতে হয়, তা হবে গভীর দুঃখের বিষয়।"

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে তার ফেসবুক প্রোফাইলে তিনি ‘উপদেষ্টার রোজনামচা, চালকের হেলমেট নাই, ও সেফ এক্সিট’ শিরোনামে একটি পোস্টে এসব কথা বলেন।

পোস্টে তিনি জানান, গতকাল সকালে ট্রেনে ভৈরব যাত্রার আগে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করেন এবং যাত্রীদের সাথে কথা বলেন। পরে ভৈরব ও আশুগঞ্জ ট্রেন স্টেশন পরিদর্শনকালে তিনি স্টেশনের বেহাল অবস্থা ও নারী ও প্রবীণদের ওঠার অসুবিধার কথা তুলে ধরে মহাপরিচালককে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেন।

সরাইলের পথে যানজট ও মোটরসাইকেল চালকদের মধ্যে হেলমেটের অভাবের কথাও উল্লেখ করে তিনি বলেন, অনেক খোঁজাখুঁজির পর মাত্র একটি হেলমেট পেয়ে সেটিই পরে যাত্রা করেন। হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ গ্রহণের জন্য পরামর্শ ও নির্দেশনা দিয়েছেন।

ফাওজুল কবির খান যানজটের প্রধান কারণ হিসেবে চালকদের শৃঙ্খলার অভাব ও হাইওয়ে ট্রাফিক পুলিশের অপ্রতুল কার্যক্রমকে দায়ী করেছেন। এ বিষয়ে ইতোমধ্যেই আইজিপির সঙ্গে কথা হয়েছে এবং রাস্তা সংস্কারের জন্য ছয়টি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। ১২ কর্মকর্তাকে ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্বপ্রাপ্ত করা হয়েছে।

নিজের ব্যক্তিগত নীতিমালা ও সততা প্রসঙ্গে তিনি বলেন, উপদেষ্টা হিসেবে যোগদানের পর থেকে অন্যায় সুবিধা গ্রহণ করেননি, আত্মীয়-স্বজনকে ব্যবসা বা চাকরি দেননি এবং বিদেশে স্থায়ী বসবাসের সুযোগ নিয়েও তা গ্রহণ করেননি।

শেষে তিনি বলেন,"সুতরাং আজ ৭২+ বছর বয়সে আমাকে যদি সেফ এক্সিটের কথা ভাবতে হয়, তা হবে গভীর দুঃখের বিষয়।"

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে