ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
Sharenews24

ট্রাফিক পুলিশের গাফিলতির শিকার হলেন খোদ উপদেষ্টা

২০২৫ অক্টোবর ০৯ ১১:১৭:৩৪
ট্রাফিক পুলিশের গাফিলতির শিকার হলেন খোদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ যানজটে আটকে পড়ে মোটরসাইকেলে চড়ে গন্তব্যে পৌঁছাতে বাধ্য হয়েছেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ দুর্ভোগের জন্য তিনি ট্রাফিক অব্যবস্থাপনাকেই প্রধান কারণ হিসেবে দায়ী করেছেন।

বুধবার (৮ অক্টোবর) ঢাকা-সিলেট মহাসড়কের চার ও ছয় লেনের উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে নিজেই ভয়াবহ যানজটে পড়েন উপদেষ্টা। নিরুপায় হয়ে শেষে তিনি মোটরসাইকেলে চড়ে নির্ধারিত গন্তব্যে পৌঁছান।

পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন,“যানজটের মূল কারণ সড়কের অবস্থা নয়, বরং ট্রাফিক ব্যবস্থাপনার ত্রুটি। হাইওয়ে পুলিশের দায়িত্ব ছিল শৃঙ্খলা বজায় রাখা, কিন্তু সেটা হচ্ছে না।”

তিনি আরও বলেন,“যদি ট্রাফিক শৃঙ্খলা বজায় থাকত, তাহলে হয়তো আধাঘণ্টা দেরি হতো, কিন্তু এভাবে দুর্ভোগ পোহাতে হতো না। সমস্যাটা মূলত মানুষের আচরণ এবং হাইওয়ে পুলিশের দায়িত্ব পালনে ঘাটতির।”

উল্লেখ্য, এই সময় তার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. দিদারুল আলম, পুলিশ সুপার এহতেশামুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে