ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
Sharenews24

৩০ বিলাসবহুল গাড়ি নিয়ে কঠোর সিদ্ধান্ত নিল এনবিআর

২০২৫ অক্টোবর ০৯ ১১:০৮:৫৬
৩০ বিলাসবহুল গাড়ি নিয়ে কঠোর সিদ্ধান্ত নিল এনবিআর

নিজস্ব প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সিদ্ধান্ত নিয়েছে—দ্বাদশ সংসদের সাবেক এমপিদের কোটায় শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা ৩০টি বিলাসবহুল ল্যান্ড ক্রুজার পাজেরো গাড়ি নিলামে বিক্রির পরিবর্তে হস্তান্তর করা হবে সরকারি পরিবহন অধিদপ্তরে (গভর্নমেন্ট ট্রান্সপোর্ট পুল)।

প্রতিটি গাড়ির প্রকৃত বাজারমূল্য ১২ কোটি টাকার বেশি হলেও প্রথম নিলামে দর উঠেছিল মাত্র ১ লাখ থেকে ৩ কোটি টাকা পর্যন্ত। এমন অপ্রত্যাশিত দরপতনের কারণে সরকারি সম্পদের সুরক্ষা ও রাজস্ব রক্ষায় বিকল্প পদক্ষেপ নিতে বাধ্য হয় এনবিআর।

চট্টগ্রাম কাস্টম হাউজে এনবিআরের পাঠানো চিঠিতে এ সিদ্ধান্ত কার্যকর করতে বলা হয়েছে।এসব গাড়ি আমদানি করা হয়েছিল জাপানে নির্মিত ২০২২ মডেল হিসেবে।

শুল্ক ছাড়াই আমদানি হলেও বাংলাদেশে প্রবেশ করলে এসব গাড়ির উপর ৮০০% শুল্ক বসতো।গাড়িগুলো এখন পর্যন্ত বন্দরে রয়েছে, বন্দর কর্তৃপক্ষই শেডে সংরক্ষণ করেছে।

চট্টগ্রাম কাস্টম হাউজের উপ-কমিশনার এইচ এম কবীর জানান,“গাড়িগুলো পরিবহন অধিদপ্তরে হস্তান্তরের জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। সব কিছু বিধিমালার আলোকে হচ্ছে।”

চট্টগ্রাম কাস্টম বিডার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইয়াকুব চৌধুরী বলেন,“প্রথম নিলামে ৬০% দাম উঠলে কেনা ও বিক্রি—দুই দিক থেকেই লোকসান হতো। আমরা দ্বিতীয় নিলামের অপেক্ষায় ছিলাম, কিন্তু ততদিনে সিদ্ধান্ত বদলে গেছে।”

গাড়িগুলো দীর্ঘ সময় ধরে চট্টগ্রাম বন্দরে থাকায় বন্দরের পক্ষ থেকে ফ্রেইট চার্জ ও ওয়ারফেজ চার্জ আদায়ের কথা জানানো হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন,“সরকারের সিদ্ধান্তকে সম্মান জানাই। তবে গাড়ি সংরক্ষণের ব্যয় কাস্টমসকে দিতে হবে।”

সরকার পতনের আগ মুহূর্তে কেবল ৭ জন গাড়ি ছাড় করতে সক্ষম হন, যাদের মধ্যে রয়েছেন সাকিব আল হাসান ও ব্যারিস্টার সুমন।

বাকি যেসব সাবেক এমপিদের গাড়ি বন্দরে আটকা পড়েছে, তাদের মধ্যে রয়েছেন:

অভিনেত্রী তারানা হালিম

জান্নাত আরা হেনরী

আবদুল ওয়াহেদ (ময়মনসিংহ)

আবুল কালাম আজাদ (জামালপুর)

এস আল মামুন (সীতাকুণ্ড)

মুজিবুর রহমান (বাঁশখালী)

এস এম কামাল হোসাইন (খুলনা)

সুরেন্দ্র নাথ চক্রবর্তী (নওগাঁ)

শাহ সারোয়ার কবির (গাইবান্ধা)

এস এ কে একরামুজ্জামান (ব্রাহ্মণবাড়িয়া)

সাজ্জাদুল হাসান (নেত্রকোনা)

নাসের শাহরিয়ার জাহেদী (ঝিনাইদহ)

তৌহিদুজ্জামান (যশোর)

মুহাম্মদ সাদিক (সুনামগঞ্জ)

বারভিডার সাবেক সহ-সভাপতি মো. গিয়াস উদ্দিন চৌধুরী বলেন,“এমপি কোটার বাইরেও প্রায় ৩০০ গাড়ি বন্দর ও কাস্টমসে পড়ে আছে। এগুলোর দ্রুত নিষ্পত্তি না হলে শুধু রাজস্ব নয়, রাষ্ট্রীয় সম্পদও ক্ষতিগ্রস্ত হবে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে