ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
Sharenews24

দুদিনের কর্মসূচি নিয়ে নতুন বার্তা দিলো জামায়াত 

২০২৫ অক্টোবর ০৯ ১১:০১:১৮
দুদিনের কর্মসূচি নিয়ে নতুন বার্তা দিলো জামায়াত 

নিজস্ব প্রতিবেদক : পাঁচ দফা গণদাবি আদায়ে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির অংশ হিসেবে আগামী শুক্রবার (১০ অক্টোবর) সারা দেশে গণমিছিল এবং রোববার (১২ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি পেশ করা হবে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে জানান,“আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয়মুক্ত পরিবেশে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছি। যদি সরকার আমাদের পাঁচ দফা উপেক্ষা করে, তাহলে জনগণের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন আরও বেগবান হবে।”

তিনি আরও বলেন,“১০ অক্টোবর ঢাকাসহ সকল বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ অক্টোবর সকল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। এই কর্মসূচি সফল করতে দলের সব স্তরের কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাই।”

জামায়াতের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে:

১. নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন

২. দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিরোধিতা

৩. রাজনৈতিক সভা-সমাবেশে বাধা না দেওয়া

৪. রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেফতার-হয়রানি বন্ধ

৫. জুলাই জাতীয় সনদের আলোকে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে