ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
Sharenews24

অতঃপর আবু ত্ব-হা আদনানের কাছে ক্ষমা চাইলেন তার স্ত্রী

২০২৫ অক্টোবর ০৫ ১০:২০:৩৯
অতঃপর আবু ত্ব-হা আদনানের কাছে ক্ষমা চাইলেন তার স্ত্রী

নিজস্ব প্রতিবেদক : জনপ্রিয় ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনানকে ঘিরে নতুন বিতর্ক দেখা দিয়েছে, যা তার স্ত্রী সাবিকুন নাহার সারার দুটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে।

প্রথম পোস্টে সাবিকুন নাহার সারা তার স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তিনি লেখেন যে, ইসলামিক দাওয়াতি অঙ্গনের কিছু নারী-পুরুষের সম্পর্ক সাধারণ মানুষের কাছে দৃষ্টিকটু মনে হয়। তিনি ইঙ্গিত দেন যে, আবু ত্বহার নামও এমন গুঞ্জনের সাথে জড়িয়ে পড়েছে। সারা আরও অভিযোগ করেন যে, আবু ত্বহা তার কলেজ জীবনের প্রেমিকা জারিন জাবিনের (যিনি পেশায় একজন এয়ার হোস্টেজ) সাথে সম্পর্ক রেখেছিলেন এবং তাকে বিয়ে করার জন্য মরিয়া ছিলেন। তার দাবি, টাকার অভাবে জারিনের পরিবার আবু ত্বহার সাথে তাকে বিয়ে দেয়নি। তিনি আরও উল্লেখ করেন যে, আবু ত্বহা জারিনের সাথে তার বিছানায় বসে প্রেম করেছেন এবং তা তিনি প্রকাশ্যেই বলেছেন, গোপনের ধার ধারেননি।

অভিযোগ তোলার কিছুক্ষণ পরেই সারা আরেকটি পোস্ট করেন, যেখানে তিনি লেখেন যে, সময় নিয়ে যাচাই না করে নানা ঘটনার প্রেক্ষাপটে আবু ত্বহা মুহাম্মদ আদনানের প্রতি অসাবধানতা দেখিয়েছেন, যার জন্য তিনি ক্ষমাপ্রার্থী। তিনি তার স্বামীর কাছে ক্ষমা চান এবং আল্লাহর কাছে দোয়া করেন যেন তার স্বামীকে ক্ষমার মর্যাদা দিয়ে সম্মানিত করেন। পরবর্তীতে সারা তার প্রথম পোস্টটি ডিলিট করে দেন।

অন্যদিকে, আবু ত্বহা টিভির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয় যে, সকাল ৯টার দিকে আবু ত্বহা মুহাম্মদ আদনানের ব্যক্তিগত মোবাইল ফোন চুরি হয়ে গেছে। তারা অনুরোধ করেন যেন কেউ তার ব্যক্তিগত নম্বর বা পেজ থেকে পাঠানো কোনো বার্তা বা তথ্যের মাধ্যমে বিভ্রান্ত না হন। একইরকম একটি পোস্ট আবু ত্বহা মুহাম্মদ আদনানের ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও সন্ধ্যা ৫টা ২৪ মিনিটে করা হয়। ফোন চুরির আনুমানিক সময় (সকাল ৯টা) এবং পোস্ট করার সময়ের (সন্ধ্যা ৬টা ১৭ মিনিট ও ৫টা ২৪ মিনিট) মধ্যে দীর্ঘ ব্যবধান নেটিজেনদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে।

লেখক ফরিদুল ইসলাম নির্জন তার ভেরিফাইড আইডি থেকে এই ঘটনাকে ভিন্নভাবে দেখেন। তিনি মন্তব্য করেন যে, আবু ত্বহা এবং সারা দুজনেই মিথ্যাবাদী। তিনি বলেন, আবু ত্বহা প্রথমে ফোন চুরির কারণে বিভ্রান্তি তৈরির কথা বলেছেন, অথচ সারা পূর্বে বলেছিলেন যে রাত তিনটায় তিনি বাসায় এসে প্রেমিকার সঙ্গে কথা বলেছেন। ফরিদুল মনে করেন, তাদের ভিন্ন ভিন্ন বক্তব্য মানুষকে বিভ্রান্ত করছে এবং কোনো বিষয় যাচাই না করে পোস্ট দিয়ে মানুষকে ভুল পথে নেওয়া উচিত নয়।

এই দুটি পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ সারার প্রতি সহানুভূতি জানাচ্ছেন, আবার কেউ তার অসংগত বক্তব্যের সমালোচনা করছেন। অনেকেই মনে করছেন যে ব্যক্তিগত সমস্যা ফেসবুকে প্রকাশ না করে পারিবারিক পরিসরে সমাধান করা উচিত ছিল।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে