ঢাকা, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
Sharenews24

দেশে ফিরে বড় বার্তা দিলেন বিএনপি মহাসচিব

২০২৫ অক্টোবর ০৪ ১০:২৮:৪০
দেশে ফিরে বড় বার্তা দিলেন বিএনপি মহাসচিব

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশন শেষে যুক্তরাষ্ট্র সফর থেকে ফিরে দেশে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই এবং বিএনপি প্রস্তুত রয়েছে তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী।

তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারে গোটা বিশ্বের, বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বের পূর্ণ সমর্থন রয়েছে বিএনপির সঙ্গে। এই সফর ছিল জাতীয় ঐক্যের প্রতীক।”

ফখরুল জানান, সফর চলাকালে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণকেও তিনি অত্যন্ত ইতিবাচক বলে উল্লেখ করেন।

উল্লেখ্য, ২১ সেপ্টেম্বর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে তিনটি রাজনৈতিক দলের ছয় নেতা নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যোগ দেন। ফখরুল ছাড়াও জামায়াত ও এনসিপির শীর্ষ নেতারাও ওই সফরে অংশ নেন। দেশে ফেরেন ৩ অক্টোবর রাত ১১টা ৩০ মিনিটে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে