ঢাকা, বুধবার, ১ অক্টোবর ২০২৫
Sharenews24

তামিম ইকবাল সরে দাঁড়ানোয় ভাগ্য খুলল জনপ্রিয় সংগীতশিল্পীর 

২০২৫ অক্টোবর ০১ ১৮:১৪:০৮
তামিম ইকবাল সরে দাঁড়ানোয় ভাগ্য খুলল জনপ্রিয় সংগীতশিল্পীর 

নিজস্ব প্রতিবেদক : আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। তবে তার আগেই অনেকটা নাটকীয়ভাবে প্রার্থিতা প্রত্যাহার করেছেন একাধিক হেভিওয়েট প্রার্থী। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।

আজ বুধবার (১ অক্টোবর) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। দুপুর ১২টা পর্যন্ত ছিল মনোনয়ন বাতিলের সময়সীমা। এ সময়ের মধ্যেই জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ মোট ১৬ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (ডিএসএ) থেকে মনোনয়ন প্রত্যাহার করেন মীর হেলাল উদ্দিন। ফলে ওই পদে কেবল আসিফ আকবর প্রার্থী থাকায় তিনি বিনা ভোটেই নির্বাচিত হয়েছেন। একইভাবে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে আহসান ইকবাল চৌধুরীও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

এবারের নির্বাচনে সবচেয়ে বড় চমক ছিল তামিম ইকবালের সরে দাঁড়ানো। শুধু তিনিই নন, বিসিবির নির্বাচনী মাঠ থেকে পিছু হটেছেন বিএনপিপন্থী ক্রীড়া সংগঠকদের অনেকে। এ তালিকায় রয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম ও রফিকুল ইসলাম বাবু-র মতো পরিচিত মুখ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে