ঢাকা, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

দুর্গাপূজার ছুটিতে এনবিআরের সিদ্ধান্ত ঘিরে মিশ্র প্রতিক্রিয়া

২০২৫ সেপ্টেম্বর ৩০ ১৮:২২:০২
দুর্গাপূজার ছুটিতে এনবিআরের সিদ্ধান্ত ঘিরে মিশ্র প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক : আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির মধ্যেও দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখার নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ জরুরি নির্দেশনা জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে—১ ও ২ অক্টোবর, দুর্গাপূজার ছুটির দিনগুলিতে কাস্টম হাউস ও শুল্ক স্টেশনগুলোতে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালিত হবে।

আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় লোকবল ও প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।এর উদ্দেশ্য হলো দেশের বাণিজ্য ও পণ্য সরবরাহ চেইনে বিঘ্ন না ঘটানো।

এর আগেও, ঈদুল ফিতরসহ বিভিন্ন জাতীয় ছুটির সময় সীমিত আকারে কাস্টমস কার্যক্রম চালু রাখা হয়েছিল, যাতে আন্তর্জাতিক বাণিজ্যে ব্যাঘাত না ঘটে।

দুর্গাপূজার ছুটির বিবরণ:

১ অক্টোবর (বুধবার): নির্বাহী আদেশে সরকারি ছুটি

২ অক্টোবর (বৃহস্পতিবার): সাধারণ ছুটি

৩ ও ৪ অক্টোবর (শুক্র ও শনিবার): নিয়মিত সাপ্তাহিক ছুটি

ফলে সরকারি কর্মচারীদের টানা চার দিনের ছুটি থাকছে, তবে এ সময় আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আংশিক চালু থাকবে।

এই নির্দেশনার ফলে আমদানিকারক ও রপ্তানিকারকদের জন্য পণ্য খালাসে কোনো দীর্ঘসূত্রতা বা অনাকাঙ্ক্ষিত বিলম্বের আশঙ্কা নেই বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে