ঢাকা, বুধবার, ১ অক্টোবর ২০২৫
Sharenews24

অনলাইনে জমির খাজনা, ভূমি উন্নয়ন কর দেওয়ার নিয়ম

২০২৫ অক্টোবর ০১ ১১:০৯:৩৬
অনলাইনে জমির খাজনা, ভূমি উন্নয়ন কর দেওয়ার নিয়ম

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের অধীন land.gov.bd এবং etax.land.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে এখন ঘরে বসেই খুব সহজে জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর দেওয়া যাচ্ছে। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার অংশ হিসেবে সরকার এই সুবিধা চালু করেছে, যাতে জনগণকে আর ইউনিয়ন ভূমি অফিসে ঘুরতে না হয়।

প্রথমে ব্যবহারকারীকে etax.land.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। যদি আপনি নতুন ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে “নিবন্ধন করুন” অপশনে ক্লিক করে নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর (NID), মোবাইল নম্বর, ঠিকানা ও ইমেইল (যদি থাকে) দিয়ে নিবন্ধন ফর্ম পূরণ করতে হবে। এরপর মোবাইলে পাঠানো একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) দিয়ে যাচাই শেষ হলে আপনার অনলাইন অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে।

অ্যাকাউন্টে লগইন করার পর আপনাকে আপনার জমির তথ্য যুক্ত করতে হবে। এর জন্য “জমি যোগ করুন” অপশনে গিয়ে জেলা, উপজেলা, ইউনিয়ন বা সিটি কর্পোরেশন, মৌজার নাম, খতিয়ান নম্বর (যেমন: সিএস, এসএ, আরএস বা বিএস) এবং দাগ নম্বরসহ মালিকের নাম সঠিকভাবে দিতে হবে। সিস্টেম জমির তথ্য যাচাই করে তা প্রদর্শন করবে এবং সঠিক হলে জমিটি আপনার প্রোফাইলে যুক্ত হয়ে যাবে।

এরপর আপনি আপনার প্রোফাইলের জমির তালিকা থেকে খাজনা পরিশোধ করতে পারবেন। “খাজনা দিন” বা “কর পরিশোধ” অপশনে ক্লিক করে কাঙ্ক্ষিত অর্থবছর নির্বাচন করতে হবে। যদি কোনো বকেয়া থাকে, সিস্টেম তা স্বয়ংক্রিয়ভাবে দেখাবে। তথ্য ঠিক থাকলে পেমেন্টের জন্য বিভিন্ন অনলাইন বিকল্প সামনে আসবে।

পেমেন্ট করার জন্য বিকাশ (bKash), নগদ (Nagad), রকেট (Rocket), ডেবিট/ক্রেডিট কার্ড কিংবা ব্যাংক ট্রান্সফারের মতো ডিজিটাল পদ্ধতিগুলো ব্যবহার করা যায়। পেমেন্ট সফলভাবে সম্পন্ন হলে একটি চালান রসিদ বা পেমেন্ট স্লিপ পাওয়া যাবে, যা আপনি অনলাইনে ডাউনলোড করতে পারবেন।

এই চালান রসিদটি অবশ্যই সংরক্ষণ করা উচিত, কারণ এটি পরবর্তীতে জমির কাগজপত্রের সঙ্গে সংযুক্ত রাখা প্রয়োজন হতে পারে। পুরো প্রক্রিয়াটি খুব সহজ, ঝামেলামুক্ত এবং সময় সাশ্রয়ী—যা দেশের ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও নাগরিকবান্ধব করেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে