ঢাকা, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ক্যাশ ডিভিডেন্ড পেয়েছে বীমা কোম্পানির বিনিয়োগকারীরা 

২০২৫ সেপ্টেম্বর ৩০ ১৭:৫২:০৪
ক্যাশ ডিভিডেন্ড পেয়েছে বীমা কোম্পানির বিনিয়োগকারীরা 

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩০ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের কাছে পাঠিয়ে দিয়েছে। বিষয়টি কোম্পানির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানায়, গ্লোবাল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ২০২৪ সালের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের সুপারিশ করে। পরবর্তীতে এটি বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদিত হয় এবং অনুমোদনের পর ওই অর্থ সরাসরি শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়।

কোম্পানির সর্বশেষ আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে গ্লোবাল ইন্স্যুরেন্সের মুনাফা সামান্য বৃদ্ধি পেয়েছে। এ সময়ে সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ৬৭ পয়সায়, যা গত বছরের একই সময়ে ছিল ৬৫ পয়সা।

তবে কোম্পানির নগদ প্রবাহ কিছুটা কমেছে। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৬ পয়সায়, যেখানে আগের বছর একই সময়ে এটি ছিল ১৫ পয়সা।

অন্যদিকে, ২০২৫ সালের ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়ে দাঁড়িয়েছে ১৫ টাকা ২১ পয়সা, যা গত বছরের একই তারিখে ছিল ১৪ টাকা ৬১ পয়সা।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে