ঢাকা, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

প্রবাসীদের জন্য সুখবর, ভিসা নিয়মে বড় পরিবর্তন

২০২৫ সেপ্টেম্বর ২৯ ১৮:২৩:০৮
প্রবাসীদের জন্য সুখবর, ভিসা নিয়মে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ সংযুক্ত আরব আমিরাত (UAE) তাদের ভিসা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার এনেছে। নতুনভাবে চালু করা হয়েছে চার ধরনের ভিজিট ভিসা, একই সঙ্গে বেশ কিছু পুরনো ভিসার শর্ত ও মেয়াদেও পরিবর্তন আনা হয়েছে। দেশটির পরিচয়, নাগরিকত্ব, শুল্ক ও বন্দর নিরাপত্তা বিভাগ (ICP) জানিয়েছে, এই সংস্কারের লক্ষ্য হচ্ছে বিশ্বব্যাপী মেধাবী পেশাজীবী, বিশেষজ্ঞ ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করা। বিশেষ করে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, পর্যটন এবং বিনোদন খাতকে অগ্রাধিকার দিয়ে এসব ভিসা প্রবর্তন করা হয়েছে।

ICP-এর মহাপরিচালক মেজর জেনারেল সুহাইল সাঈদ আল খাইলি বলেন, “দেশীয় ও আন্তর্জাতিক বাস্তবতা বিশ্লেষণ করেই নতুন ভিসা নীতি প্রণয়ন করা হয়েছে, যা আমিরাতকে ভবিষ্যতের জন্য আরও উপযোগী করে তুলবে।”

নতুন চার ধরনের ভিজিট ভিসার বিবরণ:

এআই বিশেষজ্ঞ ভিসা

এই ভিসা মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) খাতে নিয়োজিত বিশেষজ্ঞদের জন্য প্রযোজ্য। কোনো প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানের স্পন্সর পেলে তারা নির্দিষ্ট মেয়াদের জন্য একক বা একাধিকবার আমিরাতে প্রবেশের সুযোগ পাবেন।

বিনোদন ভিসা

এটি মূলত পর্যটন ও বিনোদন সম্পর্কিত ভ্রমণের জন্য চালু করা হয়েছে। ভ্রমণপ্রিয় ব্যক্তিরা স্বল্পমেয়াদি এই ভিসার মাধ্যমে আমিরাতে ভ্রমণ করতে পারবেন।

অনুষ্ঠান ভিসা

যেসব ব্যক্তি সাংস্কৃতিক, ক্রীড়া, অর্থনৈতিক, উৎসব বা সম্মেলনের মতো আয়োজনে অংশ নিতে চান, তারা আয়োজক প্রতিষ্ঠান (সরকারি বা বেসরকারি) থেকে চিঠি পেলে এই ভিসা পাবেন।

ক্রুজ জাহাজ কর্মী ভিসা

এই ভিসা মূলত ক্রুজ জাহাজে কাজ করা কর্মীদের জন্য। লাইসেন্সপ্রাপ্ত স্পন্সর প্রতিষ্ঠান ও নির্ধারিত ভ্রমণ পরিকল্পনার ভিত্তিতে তারা একাধিকবার আমিরাতে যাতায়াত করতে পারবেন।

পুরনো ভিসাগুলোর শর্তে যেসব পরিবর্তন আনা হয়েছে:

মালবাহী ট্রাক চালক ভিসা: স্পন্সর থাকলে একাধিকবার প্রবেশের সুযোগ। প্রযোজ্য হবে নির্ধারিত ফি, স্বাস্থ্যবীমা ও আর্থিক নিশ্চয়তার শর্ত।

আত্মীয় ও বন্ধু ভিসা:

নিকট আত্মীয়ের জন্য জামিনদারের মাসিক আয় হতে হবে কমপক্ষে ৪,০০০ দিরহাম।

দূর আত্মীয়ের জন্য ৮,০০০ দিরহাম।

বন্ধুদের ক্ষেত্রে আয় হতে হবে ১৫,০০০ দিরহাম।

ব্যবসা স্থাপনের ভিসা: ব্যবসা করতে আগ্রহীদের আর্থিক সক্ষমতা প্রমাণ করতে হবে। অন্য দেশে একই ধরনের ব্যবসার অভিজ্ঞতা থাকলে সুবিধা মিলবে।

মানবিক ও বিশেষ সুবিধা সংক্রান্ত নতুন নিয়মাবলি:

মানবিক ভিসা: যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক অস্থিরতা কবলিত দেশের নাগরিকদের জন্য এক বছরের মানবিক ভিসা দেওয়া হবে। নির্দিষ্ট ক্ষেত্রে জামিনদার ছাড়াও বসবাসের অনুমতি দেওয়া হতে পারে। তবে দেশত্যাগ করলে ভিসা বাতিল হবে।

স্বামীহারা বা বিবাহবিচ্ছেদ হওয়া নারী:

আমিরাতি নাগরিক স্বামীর মৃত্যু বা বিবাহবিচ্ছেদের পর তার স্ত্রী (যদি সন্তান না থাকে) ছয় মাসের মধ্যে আবেদন করলে নির্দিষ্ট শর্তে স্পন্সর ছাড়া বসবাস করতে পারবেন।

বিদেশি স্বামী-স্ত্রীর ক্ষেত্রেও:

যদি সন্তানের দায়িত্ব মায়ের ওপর থাকে এবং মৃত্যুর সময় স্বামী স্পন্সর হয়ে থাকেন, তাহলে স্ত্রীকেও শর্তসাপেক্ষে একই সুবিধা দেওয়া হবে।

প্রত্যেক ভিসার জন্য আর্থিক সক্ষমতা, বসবাসের উপযুক্ত স্থান, স্বাস্থ্যবীমা এবং প্রয়োজনীয় কাগজপত্র থাকা আবশ্যক।কোনো ভিসাধারী ব্যক্তি দেশ ত্যাগ করলে তার ভিসা বাতিল হয়ে যেতে পারে।যথাযথ কারণ দেখাতে পারলে অধিকাংশ ভিসার মেয়াদ নবায়নযোগ্য।

এই নতুন ভিসা নীতিমালার মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত চায় বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যেতে এবং দেশটির প্রযুক্তিনির্ভর ভবিষ্যত গঠনে বিশ্বের সেরা মেধাবীদের আকৃষ্ট করতে। একইসঙ্গে, মানবিক দৃষ্টিকোণ থেকেও আরও সহানুভূতিশীল ও বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে