ঢাকা, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

বাংলাদেশিদের হজযাত্রীদের জন্য কঠোর নিয়ম

২০২৫ সেপ্টেম্বর ২৭ ১১:৩৭:৩৮
বাংলাদেশিদের হজযাত্রীদের জন্য কঠোর নিয়ম

নিজস্ব প্রতিবেদক : বিদেশে বসবাসরত বাংলাদেশিদের নিজ দেশ বাংলাদেশ থেকেই হজে যেতে হবে— তারা যে দেশে অবস্থান করছেন, সেখান থেকে সরাসরি হজ পালনের সুযোগ নেই। সম্প্রতি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারি করা এক সরকারি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়,“কোনও দেশের হজ কোটায় নিবন্ধিত হজযাত্রী সেই দেশ ব্যতীত অন্য দেশ থেকে সৌদি আরবে হজ পালনে যেতে পারবেন না। এটি সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের হজ-সংক্রান্ত নির্দেশনার ১৪ নম্বর অনুচ্ছেদে সুস্পষ্টভাবে বলা আছে।”

চিঠিতে বলা হয়েছে, কিছু হজ এজেন্সি বিদেশে থাকা বাংলাদেশিদের সেই দেশ থেকেই সৌদিতে পাঠানোর চেষ্টা করছে, যা হজ ব্যবস্থাপনায় নানা জটিলতা তৈরি করছে। যেমন:

নুসুক মাসার সিস্টেমে ফ্লাইট ও আগমনপূর্ব তথ্য (Pre-arrival data) আপলোড করা যাচ্ছে না

স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান (মেনিনজাইটিস, ইনফ্লুয়েঞ্জা) নিশ্চিত করা যাচ্ছে না

ই-হজ সিস্টেমে ফিটনেস সনদ দেওয়া সম্ভব হচ্ছে না

হজযাত্রীদের প্রশিক্ষণ প্রদান করা যাচ্ছে না

বিমানের সিট খালি থাকা ও উড়োজাহাজ পরিচালনায় সমস্যা

সামগ্রিক হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টি

মন্ত্রণালয় জানায়,"সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিদেশে অবস্থানরত নিবন্ধিত হজযাত্রীদের বাংলাদেশ থেকেই সৌদি আরবে পাঠানোর ব্যবস্থা নিতে হবে।"

এ নির্দেশনা উলঙ্ঘন করলে সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলোকেই দায়-দায়িত্ব নিতে হবে বলে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে