ঢাকা, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

শেখ হাসিনার সঙ্গে হাসানুল হক ইনুর ফোনালাপ

২০২৫ সেপ্টেম্বর ২৪ ১৯:০০:৫০
শেখ হাসিনার সঙ্গে হাসানুল হক ইনুর ফোনালাপ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে কোটা সংস্কার আন্দোলন নিয়ে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর মধ্যে একটি ফোনালাপ ফাঁস হয়েছে।

ফোনালাপে হাসানুল হক ইনু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোটা সংস্কার আন্দোলনকারীদের কঠোরভাবে দমন করার পরামর্শ দেন। তিনি পরিস্থিতিকে "উদ্বেগের" উল্লেখ করে বলেন যে, কারফিউ জারি করে আন্দোলনকারীদেরকে ঘর থেকে বের হলেই গ্রেপ্তার করা উচিত। ইনু জোর দিয়ে বলেন যে, গুলি না চালিয়ে, গ্রেপ্তার করে দশ ঘণ্টা থানায় রেখে ছেড়ে দিতে হবে, যাতে তারা "কঠোর মানে কঠোর" বার্তা পায়। তিনি আরও বলেন যে, আন্দোলনকারীরা ঢাকা শহরে হামলা করার জন্য বিভিন্ন স্থান চিহ্নিত করেছে এবং তারা সরকার পতনের উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছে।

ইনু বলেন, "ছাত্রদের কোটা আন্দোলনকারী, একটা হচ্ছে উৎখাতকারী। উৎখাতকারীরা জঙ্গি সন্ত্রাসী হামলায় চলে গিয়েছে। কোটা সংস্কারকারীর ব্যাপারে আপনার আমার সরকারের যা যা আছে সমবেদনা আছে। উৎখাতকারীকে রাজনৈতিকভাবে আমি মোকাবেলা করব। কোন ছাত্র যদি উৎখাতকারীর সঙ্গে জড়িত হয়, সেই দায়িত্ব আর আমি নিব না।" তিনি এই আন্দোলনকে "জঙ্গি হামলা" হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে রাজনৈতিকভাবে মোকাবেলা করার কথা বলেন।

হাসানুল হক ইনু বিভিন্ন জেলার ডিসি, এসপি, আওয়ামী লীগের বাড়ি ও অফিসসহ যেসব স্থানে হামলার পরিকল্পনা করা হয়েছে, সেগুলোর তথ্য প্রধানমন্ত্রীকে জানানোর চেষ্টা করেন। তিনি বলেন যে, কারফিউ তুলে নিলেই এক লাখ লোক নিয়ে তারা ঢাকা দখল করবে এবং প্রতিটি ওয়ার্ডে ২,০০০ লোক প্রস্তুত রাখতে হবে। তিনি শেখ হাসিনাকে এই আন্দোলনকারীদেরকে "রাজাকার" হিসেবে উল্লেখ করে বলেন যে, তাদের ফাঁসি দেওয়া উচিত এবং কাউকে ক্ষমা করা যাবে না।

অন্যদিকে, শেখ হাসিনা এই পরিস্থিতিকে "ভয়াবহ" বলে উল্লেখ করে ইনুর কথার প্রতি সম্মতি জানান এবং বলেন যে, "ঠিক আছে, আপনি আপনার পয়েন্টগুলো নিয়ে আসেন। আমি দেখি কী করা যায়।"

এই ফোনালাপে কোটা আন্দোলনকারীদের প্রতি সরকারের কঠোর মনোভাব এবং তাদের দমন করার কৌশল নিয়ে আলোচনা উঠে আসে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে