ঢাকা, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

নিউইয়র্কে মির্জা ফখরুলের ঢাল হলো জামায়াত

২০২৫ সেপ্টেম্বর ২৩ ১৭:১৬:২৩
নিউইয়র্কে মির্জা ফখরুলের ঢাল হলো জামায়াত

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

তবে সফরের প্রথম দিনেই নিউইয়র্কে অপ্রত্যাশিত পরিস্থিতির মুখে পড়েন বিএনপি ও এনসিপির নেতারা। ঘোষিত কর্মসূচি অনুসারে, জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান নেয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একটি বড় অংশ। তারা ড. ইউনূসের সফরসঙ্গী নেতাদের উদ্দেশে বিভিন্ন ধরনের স্লোগান, কটূক্তি এবং প্রতিবাদমূলক আচরণ শুরু করে।

বিশেষ করে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, যা ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা গেছে।

অন্যদিকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে ঘিরে প্রবাসী জামায়াত ও ছাত্রশিবির নেতাকর্মীরা একটি সুশৃঙ্খল নিরাপত্তা বলয় তৈরি করে। ফলে তাকে কোনো ধরনের অপমান বা হামলার শিকার হতে হয়নি।

জানা যায়, মির্জা ফখরুল, আখতার হোসেন ও তাসনিম জারা বিমানবন্দর থেকে বের হওয়ার পর জামায়াত-শিবিরের নেতারা তাদের চারপাশে নিরাপত্তা বলয় গড়ে গাড়ির দিকে নিরাপদে এগিয়ে দেন। ভিডিও ফুটেজে দেখা যায়, ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা মারুফ হোসেন নেতৃত্ব দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন।

ফ্রান্স প্রবাসী অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য বলেন, বিএনপি নেতাদের যথাযথভাবে রিসিভ করার ব্যবস্থা না থাকায় পরিস্থিতি বিব্রতকর হয়েছিল। তিনি উল্লেখ করেছেন, জামায়াত-শিবিরের সুশৃঙ্খল নিরাপত্তা ব্যবস্থা ফখরুলদের প্রাণরক্ষা করেছে।

সাংবাদিক নাজমুস সাকিব বলেন, দেশের ভেতরে যেমন, দেশের বাইরে—জামায়াত-শিবিরের সংগঠন এখনও শক্তিশালী ও অটুট, যেখানে বিএনপি যুক্তরাষ্ট্রে কার্যত দায়িত্বহীন অবস্থায় ছিল। তিনি বলেন, বিএনপি যদি এভাবে নেতাদের ওপর নির্ভর করে রাজনীতি সাজায়, তা দলের জন্য ফলপ্রসূ হবে না।

বিশেষভাবে আলোচনায় আসছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মারুফ হোসেন, যিনি নিউইয়র্কে দলীয় কর্মীদের নেতৃত্ব দেন এবং মির্জা ফখরুলসহ নেতাদের ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে