ঢাকা, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

জাতিসংঘে ট্রাম্পের বিস্ফোরক ভাষণ

২০২৫ সেপ্টেম্বর ২৪ ১৬:০৫:১৭
জাতিসংঘে ট্রাম্পের বিস্ফোরক ভাষণ

নিজস্ব প্রতিবেদক : ছয় বছর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে যখন ডোনাল্ড ট্রাম্প বলছিলেন, “আমার প্রশাসন মাত্র দুই বছরে যত কাজ করেছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে আর কোনো সরকার তা করতে পারেনি”—তখন শ্রোতারা হাসতে শুরু করেছিলেন।তবে এবার সেই মঞ্চে ফেরার পর দৃশ্যপট সম্পূর্ণ পাল্টে গেছে। হাসির বদলে ছিল নিরবতা, উদ্বেগ, এবং চিন্তার ভাঁজ।

বিবিসি জানিয়েছে, জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে দেওয়া এক ঘণ্টাব্যাপী ভাষণে ট্রাম্প বিশ্বনেতাদের তীব্র সমালোচনা করেন এবং বলেন:"তোমাদের দেশগুলো ধ্বংসের পথে যাচ্ছে।"ট্রাম্প জাতিসংঘকে "অকার্যকর ও উদ্দেশ্যহীন" বলেও দাবি করেন।

তিনি অভিযোগ করেন, জাতিসংঘ তার শান্তি প্রতিষ্ঠার চেষ্টায় কোনো সহযোগিতা করেনি।

নিজের সরকারের সাফল্য নিয়ে বলেন, “যুক্তরাষ্ট্রে এখন চলছে স্বর্ণযুগ” এবং দাবি করেন তিনি সাতটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন—যা তার মতে, শান্তিতে নোবেল পুরস্কারের জন্য যথেষ্ট।

ট্রাম্পের ভাষণের সবচেয়ে বিতর্কিত অংশ ছিল অভিবাসন ও ইউরোপ নিয়ে বলেন,“পশ্চিম ইউরোপের মৃত্যু হবে, যদি এখনই কিছু না করা হয়।”

জার্মানি, গ্রিস ও সুইজারল্যান্ডকে উদাহরণ দিয়ে বলেন,“তোমাদের দেশগুলো নরকে যাচ্ছে।”

ইউরোপীয় নেতাদের “রাজনৈতিক জ্ঞানহীন” বলেও মন্তব্য করেন তিনি।ট্রাম্পের দাবি, জাতিসংঘের “অসীম সম্ভাবনা থাকলেও তা ব্যর্থতার মুখে পড়েছে।”

তিনি বলেন,“এই সংস্থা শুধুই বিলাসী আলোচনার জায়গা হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের বাস্তব সমস্যাগুলোর সমাধানে তাদের ভূমিকা নেই।”

৬ বছর আগের ট্রাম্প ছিলেন মজার বিষয়, এবার তিনি ভয়ংকর সাবধানবার্তার কণ্ঠস্বর। সমর্থকদের কাছে এটি "ট্রাম্পিজম আনপ্লাগড"—যেখানে স্পষ্ট, নির্মম ও আত্মবিশ্বাসী ট্রাম্প কথা বলেন।কিন্তু সমালোচকদের কাছে এটি ছিল "ট্রাম্পিজম আনহিঞ্জড"—অর্থাৎ, বেসামাল, বেপরোয়া এবং বিভাজনমূলক এক রাজনৈতিক চিত্র।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে