ঢাকা, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

আ.লীগের প্রস্তুতি নিয়ে নতুন তথ্য দিলেন জাপা মহাসচিব

২০২৫ সেপ্টেম্বর ২৩ ১৯:৩৯:০৫
আ.লীগের প্রস্তুতি নিয়ে নতুন তথ্য দিলেন জাপা মহাসচিব

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী মন্তব্য করেছেন যে, দেশে যদি আবার একতরফা নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে সেই ভোট দমন করবে আওয়ামী লীগই। তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাম্প্রতিক কার্যক্রম দেখে মনে হচ্ছে, তারা বাংলাদেশে ভোট বাধাদানের জন্য ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছে। এটা তারা করবেই, কারণ তাদের নির্বাচনের বাইরে রাখা হচ্ছে।’

সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, অনেকের ধারণা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ না নিলে, সেই ভোট জাতীয় পার্টির ঝুলিতে যাবে। কিন্তু এই ধারণা ভিত্তিহীন ও বাস্তবতা বিবর্জিত।

“অনেকে বলছেন, আওয়ামী লীগ না থাকলে জাতীয় পার্টিই ভোট পাবে। এটা সম্পূর্ণ ভুল। কারণ আওয়ামী লীগ যদি বাইরে থাকে, তারা ভোটকে দমন করবে, আরেকটি দলকে ভোট দিয়ে কেন তাদের অবস্থান মজবুত করতে যাবে?” — বলেন শামীম হায়দার।

জাতীয় পার্টির মহাসচিব অতীতের নজির টেনে বলেন, ‘বাংলাদেশে অতীতে যত একতরফা ভোট হয়েছে, দেখা গেছে—যারা নির্বাচনে অংশ নেয়নি বা বাদ পড়েছিল, তারা ভোট থেকে বিরত থেকেছে এবং কোনো কোনো ক্ষেত্রে ভোটে বাধা দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই ইতিহাস থেকে শিক্ষা নেওয়া জরুরি। ভোটার উপস্থিতি জোর করে তৈরি করা যায় না।’

নিজ দলের প্রসঙ্গে তিনি আত্মসমালোচনা করে বলেন, ‘জাতীয় পার্টিকে এখনই অত শক্তিশালী মনে করি না। আমাদের সংগঠন গোছাতে হবে, জনভিত্তি গড়ে তুলতে হবে। ভোট বাড়াতে হবে। জনগণের কাছে গ্রহণযোগ্যতা অর্জন ছাড়া আমাদের জন্য টেকসই রাজনীতি সম্ভব নয়।’

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে