ঢাকা, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

মির্জা ফখরুলের দাবির জবাবে জামায়াতের কড়া প্রতিক্রিয়া

২০২৫ সেপ্টেম্বর ২৩ ১৬:৫২:৪২
মির্জা ফখরুলের দাবির জবাবে জামায়াতের কড়া প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘ত্রিশটি আসন না দেওয়ায় পিআর নিয়ে বিএনপির ওপর চাপ সৃষ্টি করছে জামায়াত’ এই মন্তব্য সম্পূর্ণ অসত্য, অমর্যাদাকর ও প্রতিহিংসাপরায়ণ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তিনি এক বিবৃতিতে বলেন, ‘মির্জা ফখরুলের বক্তব্যের সঙ্গে সত্য ও শিষ্টাচারের কোনো মিল নেই। তিনি যদি এ কথা বলেন, তবে প্রমাণ দিতে হবে জামায়াত কার কাছে আসন চেয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি আসন দাবি ও লড়াইয়ের রাজনীতির সঙ্গে দূরতম। যদি প্রমাণ দিতে না পারেন, তবে সত্য মেনে নিতে হবে এবং জনগণের কাছে দুঃখ প্রকাশ করতে হবে।’

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জামায়াতের মর্যাদা নিয়ে যেসব অবমাননাকর মন্তব্য করা হয়েছে, তার বিচার জনগণের হাতে। আমাদের কার্যক্রম দেশের কল্যাণে এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনেই নিবদ্ধ।’

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে