ঢাকা, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

আরামিট কেলেঙ্কারি: ২৫ কোটি পাচার, এবার ১.৭৬ কোটি উত্তোলন

২০২৫ সেপ্টেম্বর ২৪ ১৭:৪৮:১৭
আরামিট কেলেঙ্কারি: ২৫ কোটি পাচার, এবার ১.৭৬ কোটি উত্তোলন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে আওয়ামী লীগের সাবেক এমপি সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে ইস্যু করা ১১টি চেক ব্যবহার করে চারটি ব্যাংক থেকে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলনের অভিযোগে জাহাঙ্গীর আলম নামে এক কর্মকর্তাকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জাহাঙ্গীর আলম ছিলেন সাইফুজ্জামানের মালিকানাধীন প্রতিষ্ঠান আরামিট পিএলসি-এর সহকারী মহাব্যবস্থাপক (এজিএম)। তাকে বুধবার (২৪ সেপ্টেম্বর) গ্রেপ্তার করা হয়।

দুদকের আইনজীবী মোকাররম হোসেন জানিয়েছেন, জাহাঙ্গীর আলমের কাছ থেকে সাইফুজ্জামান চৌধুরীর স্বাক্ষর করা চেকের মূল কপি (মুড়ি) উদ্ধার করা হয়েছে। অভিযোগ উঠেছে, মালিকের অনুমতি ছাড়াই এই বিপুল অর্থ তিনি উত্তোলন করেন।

কোন ব্যাংক থেকে কত টাকা উঠেছে:

ইসলামী ব্যাংক: ১ কোটি টাকা

জনতা ব্যাংক: ৩০ লাখ টাকা

সোনালী ব্যাংক: ৩৬ লাখ টাকা

মেঘনা ব্যাংক: ১০ লাখ টাকা

জাহাঙ্গীর দাবি করেন, আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার হওয়া আরামিট পিএলসির দুই কর্মকর্তা—মো. আবদুল আজিজ ও উৎপল পাল—এর আইনি খরচ মেটাতেই এই টাকা তোলা হয়। তবে দুদক মনে করছে, এই উত্তোলনের সঙ্গে অর্থ আত্মসাৎ বা নতুন করে পাচারের যোগসূত্র থাকতে পারে।

গত ২৪ জুলাই দুদক ২৫ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে একটি মামলা করে।আসামিদের মধ্যে আছেন সাইফুজ্জামান, তার স্ত্রী রুকমীলা জামান, ভাই-বোন ও প্রতিষ্ঠানের আরও ৩১ কর্মকর্তা।

১৭ সেপ্টেম্বর গ্রেপ্তার হওয়া দুই কর্মকর্তা আজিজ ও উৎপল দুদকের জিজ্ঞাসাবাদে অর্থপাচারের বিষয় স্বীকার করেন। তারা জানান, সাইফুজ্জামানের নির্দেশেই টাকা পাচার হয়।দুদক এখন তদন্ত করছে, নতুন উত্তোলনকৃত ১ কোটি ৭৬ লাখ টাকার সঙ্গে আগের পাচার চক্রের যোগসূত্র রয়েছে কিনা।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে