ঢাকা, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন

২০২৫ সেপ্টেম্বর ২৩ ১৮:৫৫:২৪
যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে ব্যাংকিং খাতে তালিকাভুক্ত যমুনা ব্যাংক পিএলসির ৮০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিএসইসির ৯৭৪তম কমিশন সভায় ব্যাংকটির বন্ড ইস্যু করার প্রস্তাব ট্রাস্টি সনদ জমা দেওয়ার শর্ত সাপেক্ষে অনুমোদিত হয়।

বন্ডটির ক্যুপন রেট নির্ধারিত হবে রেফারেন্স রেটের সাথে ৩ শতাংশ ক্যুপন মার্জিন যোগ করে। এটি আন-সিকিউরড, নন-কনভার্টিবল, রিডিমেবল, ফ্লোটিং রেট সাব-অর্ডিনেট বন্ড, যা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। প্রতি ইউনিট বন্ডের অভিহিত মূল্য ৫ লাখ টাকা।

বন্ড থেকে সংগৃহীত অর্থ দিয়ে যমুনা ব্যাংক তার টায়ার-২ মূলধনের ভিত্তি আন্ডার ব্যাসেল III শক্তিশালী করবে।

বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি, আর অ্যারেঞ্জারের দায়িত্বে থাকবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

এই বন্ডটি অল্টার্নেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে