ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

পাঁচটি ব্যাংক একীভূত হয়ে আসছে “ব্রিজ ব্যাংক”

২০২৫ সেপ্টেম্বর ২৪ ১০:৪১:০৭
পাঁচটি ব্যাংক একীভূত হয়ে আসছে “ব্রিজ ব্যাংক”

নিজস্ব প্রতিবেদক : দুর্বল ব্যাংকগুলো একীভূত করার উদ্যোগে প্রতিটি ব্যাংকে পাঁচ সদস্যের প্রশাসক দল বসানো হবে। এই টিমের নেতৃত্বে থাকবেন বাংলাদেশ ব্যাংকের একজন নির্বাহী পরিচালক বা পরিচালক পদমর্যাদার কর্মকর্তা। বাকি চারজন হবেন যুগ্ম পরিচালক পর্যায়ের কর্মকর্তা, যাদের মনোনয়ন দেবে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, প্রশাসক দল বর্তমান ম্যানেজমেন্টের সঙ্গে বসে এবং কেন্দ্রীয় টাস্কফোর্সের সমন্বয়ে একীভূতকরণ প্রক্রিয়া বাস্তবায়ন করবে। প্রতিটি ব্যাংকে বাংলাদেশ ব্যাংক নিজেই প্রশাসক টিম নিয়োগ দেবে, যারা একীভূত প্রক্রিয়ার প্রতিটি ধাপ নিবিড়ভাবে তদারকি করবে।

দুই সপ্তাহ আগে অনুষ্ঠিত এক বিশেষ বোর্ড সভায় পাঁচটি দুর্বল ব্যাংককে একীভূত করার প্রাথমিক অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা। এরই ধারাবাহিকতায় খুব শিগগিরই প্রশাসক দল নিয়োগ দেওয়া হবে। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি, বাংলাদেশ ব্যাংক জানিয়েছে যে, আগামী এক সপ্তাহের মধ্যেই প্রক্রিয়া শুরু হতে পারে।

প্রথম ধাপে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক– এই পাঁচটি ব্যাংককে একীভূত করে একটি নতুন “ব্রিজ ব্যাংক” গঠন করা হবে। এই ব্যাংকের অস্থায়ী মালিকানা থাকবে সরকারের হাতে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, যেহেতু দেশে এর আগে কখনও এ ধরনের উদ্যোগ নেওয়া হয়নি, তাই পুরো প্রক্রিয়া আইনি ও প্রশাসনিক দিক থেকে সুক্ষভাবে পর্যালোচনা করা হচ্ছে। Stakeholder-দের মতামত নিয়েই অগ্রসর হচ্ছে এই ঐতিহাসিক পদক্ষেপ, যেন পরবর্তীতে কোনও জটিলতা তৈরি না হয়।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে