ঢাকা, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

আ.লীগের বিরুদ্ধে রণঘোষণা দিলেন ভিপি সাদিক

২০২৫ সেপ্টেম্বর ২৩ ১৬:২৮:৫৮
আ.লীগের বিরুদ্ধে রণঘোষণা দিলেন ভিপি সাদিক

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।

সাদিক কায়েম বলেন, “জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের ওপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা যে সন্ত্রাসী হামলা করেছে, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। এটি গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক শিষ্টাচারের সম্পূর্ণ লঙ্ঘন।”

তিনি আরও বলেন, “গত এক বছরে আমরা বারবার বলে আসছি—যারা এই দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে, ছাত্রসমাজের ওপর নিপীড়ন চালিয়েছে, এবং গণতান্ত্রিক অধিকার হরণ করেছে, তাদের বিচারের আওতায় আনতেই হবে।”

ভিপি সাদিক কায়েম আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনামলে ঘটে যাওয়া বিভিন্ন ‘রাজনৈতিক হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনের’ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “জুলাই মাসে তারা রাস্তায় গণহত্যা চালিয়েছে। ক্যাম্পাসগুলোতে, মিছিল-মিটিংয়ে, বক্তৃতা-বিবৃতিতে আওয়ামী লীগের পেটোয়ারা বাহিনী নির্যাতন করেছে। ছাত্রলীগ এখন নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের মতো আচরণ করছে।”

ভিপি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং ডাকসুর পক্ষ থেকে আমরা আজ পরিষ্কার ভাষায় বলতে চাই—আওয়ামী লীগ ও ছাত্রলীগের দমন-পীড়নের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষণা করছি।”

তিনি জানান, এই অবস্থান শুধু বিবৃতিতে সীমাবদ্ধ থাকবে না; বরং ভবিষ্যতে এই অনৈতিক, অগণতান্ত্রিক, এবং সন্ত্রাসমূলক রাজনীতির বিরুদ্ধে মাঠে আন্দোলনও জোরদার করা হবে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে