ঢাকা, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ইনোভেশনের সর্বশেষ জরিপে রাজনীতিতে ভূমিকম্প

২০২৫ সেপ্টেম্বর ২৪ ১৮:৫১:৩৯
ইনোভেশনের সর্বশেষ জরিপে রাজনীতিতে ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর প্রস্তুতি। এরই মধ্যে ভোটারদের মনোভাব জানার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ জনমত জরিপ পরিচালনা করেছে বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং।

‘পিপলস ইলেকশন পালস সার্ভে: রাউন্ড টু’ শীর্ষক জরিপের ফলাফল বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে আর্কাইভ ভবনে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. রুবাইয়াত সরওয়ার।

জরিপে অংশগ্রহণ ও পদ্ধতি:

জরিপ পরিচালিত হয়েছে দেশের ৮টি বিভাগের ৬৪টি জেলায়

মোট উত্তরদাতা: ১০,৪১৩ জন ভোটার

পরিবার বা খনার সংখ্যা: ৯,৩৯৮টি

ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এমন ভোটারদের ওপর ভিত্তি করে ফলাফল বিশ্লেষণ করা হয়

রাজনৈতিক দলগুলোর ভোটার সমর্থন:

বিএনপি – ৪১.৩০%

জামায়াতে ইসলামি – ৩০.৩০%

আওয়ামী লীগ (গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত) – ১৮.৮০%

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) – ৪.১০%

আওয়ামী লীগের পরিস্থিতি:

৪৫.৫৮% ভোটার মনে করেন, আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তারা নির্বাচনে অংশ নেওয়া উচিত নয়

যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নেয়:

২০% ভোটার বিএনপিকে ভোট দেবেন

১৪.৮% জামায়াতকে

২.১% এনসিপিকে

ভোটার সিদ্ধান্ত ও মনোভাব:

৬৫.৫% ভোটার প্রার্থীভিত্তিক ভোট দিতে চান

মাত্র ১৪.৭% ভোটার দলীয় প্রতীক দেখে ভোট দিবেন

স্থানীয় কার্যক্রমে সন্তুষ্টি:

জামায়াত – ১৩.৭% ভোটার সন্তুষ্ট

এনসিপি – ৯.১%

বিএনপি – ৮.২%

সরকার গঠনে সম্ভাব্যতা:

বিএনপি – ৩৯.১% ভোটার সম্ভাব্য শাসক দল হিসেবে বিবেচনা করেন

জামায়াত – ২৮.১%

এনসিপি – ৪.৯%

আঞ্চলিক চিত্র:

বিএনপি এগিয়ে ৬টি বিভাগে

জামায়াত এগিয়ে রংপুরে

আওয়ামী লীগ এগিয়ে বরিশালে

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে