ঢাকা, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

চলতি সপ্তাহে আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড

২০২৫ সেপ্টেম্বর ২০ ২০:৫৬:১৩
চলতি সপ্তাহে আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড

নিজস্ব প্রতিবেদক : চলতি সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। এসব সভায় কোম্পানিগুলো ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা কো হবে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টালের প্রকাশিত তথ্যে এ বিষয়টি জানা গেছে।

সপ্তাহের বিভিন্ন দিনে অনুষ্ঠিত হবে এসব সভা। প্রথমেই বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস তাদের বোর্ড মিটিং বসাবে আগামী ২২ সেপ্টেম্বর বিকেল ৪টায়। সভার আলোচ্যসূচিতে ডিভিডেন্ড ঘোষণাই থাকবে মূল বিষয়।

এরপর ২৪ সেপ্টেম্বর বোর্ড সভায় বসবে মুন্নু সিরামিকস। কোম্পানিটি বিকেল সাড়ে ৩টায় তাদের অর্থবছরের আর্থিক ফলাফল প্রকাশের পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করবে।

সপ্তাহের তৃতীয় দিনে, অর্থাৎ ২৫ সেপ্টেম্বর, একসঙ্গে দুটি কোম্পানির সভা অনুষ্ঠিত হবে। এর মধ্যে এপেক্স ফুটওয়্যার বিকেল ৪টায় এবং এনভয় টেক্সটাইল বিকেল ৩টায় তাদের বোর্ড সভা করবে। উভয় কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত জানাবে।

সবশেষে, ২৭ সেপ্টেম্বর বিকেল ৩টায় ডিভিডেন্ড ঘোষণা করবে সিভিও পেট্রোকেমিক্যাল। এর মাধ্যমে সপ্তাহজুড়ে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে ৫টি শীর্ষ কোম্পানির বোর্ড সভা।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, এই পাঁচ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ প্রতিটি ঘোষণাই বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে