ঢাকা, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

রিজার্ভের চুরি হওয়া টাকা পুনরুদ্ধার নিয়ে বড় সুখবর

২০২৫ সেপ্টেম্বর ২১ ১৭:৩৪:৪৪
রিজার্ভের চুরি হওয়া টাকা পুনরুদ্ধার নিয়ে বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক: ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। ফিলিপাইনে অবস্থিত রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (RCBC)-এর ভুয়া অ্যাকাউন্ট থেকে চুরি যাওয়া ৮১ মিলিয়ন ডলার আদালতের মাধ্যমে বাজেয়াপ্ত করা হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০১ মিলিয়ন ডলার জাল সুইফট (SWIFT) বার্তার মাধ্যমে চুরি হয়।

এর মধ্যে শ্রীলঙ্কায় পাঠানো ২০ মিলিয়ন ডলার সন্দেহজনক লেনদেন হিসেবে চিহ্নিত হওয়ায় ফেরত পাঠানো হয়। তবে বাকি ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের মাকাতি সিটির জুপিটার শাখার কয়েকটি ভুয়া অ্যাকাউন্টে জমা হয়। পরে ওই অর্থ বিভিন্ন ক্যাসিনোর মাধ্যমে পাচার হয়ে যায়।

ফিলিপাইনের আদালতে এ ঘটনায় আরসিবিসি শাখা ব্যবস্থাপক মায়া ডিগুইটো-কে মানি লন্ডারিংয়ের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক এই ঘটনায় আন্তর্জাতিক তদন্ত ও মামলা করে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এই ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত হয়েছে, যা ফেরত আসলে সম্পূর্ণ রিজার্ভ লুটের অর্থ পুনরুদ্ধার সম্ভব হবে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে